এবার পুলিশকে মারধরের অভিযোগ রাজ্যের শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। বুধবার সন্ধেয় এলাকায় তৃণমূলের একটি সভা চলছিল। সভার পাশ দিযেই মিছিল করে যাচ্চিলেন নির্দল প্রার্থী ও তাঁর অনুগামীরা। হঠারই তৃণমূল ক্মীদের সঙ্গে নির্দল প্রার্রতী তাঁক অনুগামীদের ঝামেলা শুরু হয়ে যায়। সেই গণ্ডগেলা থামাকতে হগেলে পুলিশকে মারধঘরে অভিযোগ ওঠে কৃণমূলের বিরুদ্ধে।
এবার পুলিশকে মাদরে অভিযুক্ত তৃণমূল। বাসন্তীর কলতলা এলাকার ঘটনা।স্থানীয সূত্রে জামা দিযেছে, বুধবার সন্ধেয এলাকায় তৃণমূলের একটি সভা চলছিল। সেই সবার পাশ থেকেই মিছিল করছিলেন নির্দল প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকরা। দু'পক্ষের মধ্যে যাতে বিবাদ না বাধে সেই কারণে আগে থেকেই বাসন্তী থানার পুলিশ সেখানে উপস্থিতি ছিল।
আরও পড়ুন- নজিরবিহীন! রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ ইস্যুতে চরম পদক্ষেপ রাজ্যপালের
গণ্ডহগেলা শুরু হতেই আচমকাই পুলিশের দিকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারতে শুরু করে কয়েকজন। তৃণমূলের কর্মীদের কয়েকজনের বিরুদ্ধেই অভিযোগ উটেছে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন রঞ্জন দে নামে এক পুলিশকর্মী। পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হলে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনা্থলে। শেষমেশ পুলিশের বিরাট বাহিনী এসে এলাকার উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেয়। যদিও পুলিশকে মারধরে ঘঠনায বুধবার গভীর রাত পর্যন্তও কাউকে গ্রেফতার করা যায়নি।