/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Abhishek-1.jpg)
TMC Jana Garjana Sabha: ব্রিগেডের সভামঞ্চ থেকে তুমুল হুঙ্কার অভিষেকের। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Jana Garjan Sabha, Brigade Ground: রবিবাসরীয় ব্রিগেডে জনজোয়ার। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে মাত্র ১২ দিনের ঘোষণায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশ রাজ্যের শাসকদলের। ভরা ব্রিগেডে আসন্ন লোকসভা ভোটের আগে কর্মী-সমর্খতদের চাঙ্গা করতে আগাগোড়া আক্রমনাত্মক ভাষণ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ব্রিগেডের জনপ্লাবন দেখে তৃণমূল সাংসদের মন্তব্য, "আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা নির্বাচনে বাংলার মানুষ দেখিয় দেবে।" শুধু একথাই নয়, নাম না করে এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও (Abhijit Ganguly) এদিন নিশানা করেছেন তৃণমূলের শীর্ষ সেনাপতি।
আসন্ন লোকসভা নির্বাচনের মুখে ব্রিগেডে 'জনগর্জন সভা'র (Jana garjana Sabha) ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র ১২ দিনের ঘোষণায় ব্রিগেডে সভা তৃণমূলের। এই সভামঞ্চ থেকেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) ও BJP-কে নিশানা করে তুমুল হুঙ্কার অভিষেকের।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোট ED, CBI দেবে না। ভোট দেবেন মানুষ। দিল্লি থেকে বহিরাগত এসে বলছে মোদী গ্যারান্টি। চোর চুরি করে এখন BJP-তে যায়। এটাই মেদাীর গ্যারান্টি। ২০১৪-এর আগে বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হলে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে ১৫ লাখ। কেউ পেয়েছেন? তাহলে বলুন মোদীর গ্যারান্টি জিরো গ্যারান্টি।"
আরও পড়ুন- TMC Jana Garjana Sabha Live Updates: মঞ্চে মমতা ‘জনগণের গর্জন-বিরোধীদের বিসর্জন’, ঝড় তুললেন অভিষেক
এখানেই থামেননি তৃণমূলের শীর্ষ সেনাপতি। আসন্ন নির্বাচনে তাঁদের লড়াই কার কার সঙ্গে সেব্যাপারেও কর্মীদের সতর্ক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "তৃণমূলের লড়াই শুধু BJP-এর বিরুদ্ধে নয়। BJP, CPIM, বাংলার অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) নেতৃত্বাধীন থাকা Congress, ED, CBI, NIA, আয়কর, মোদী, অমিত শাহ, বিচার ব্যবরস্থার একাংশের বিরুদ্ধে। আমাদের বিশ্বাস, এই লড়াইয়ে আমরাই জিতব। বিজেপির সঙ্গে টাকা আছে, আমাদের সঙ্গে মানুষ আছেন।"
এছাড়াও নাম না করে এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও (Abhijit Ganguly) নিশানা করেছেন অভিষেক। এপ্রসঙ্গে তাঁর তির, "এখন চুরি করেই বিজেপিতে যাচ্ছে। এখন বিচারপতিকে উত্তরীয় পরাচ্ছে চোরেরা।"