Specialty Of TMC's Jangarjan Sabha stage: উপুর্যুপুরি বাংলায় এসে লোকসভার যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ময়দানে নামছে তৃণমূল। রবিবার ব্রিগেডে জনগর্জন সভার মধ্যে দিয়ে লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই ব্রিগেড, কলকাতার পথে দলের নেতা, কর্মীরা। ব্রিগেডের প্রস্তুতি সাড়া। শনিবার বিকেলেই ব্রিগেড ময়দানে গিয়ে মঞ্চে উঠে ম্যাপ ও মাইক হাতে তা দেখে নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এবারের ব্রিগেড বিগত সবগুলির থেকে আলাগা! মঞ্চসজ্জায় রয়েছে অভিনবত্ব।
আরও পড়ুন- PM Modi Siliguri Rally: ভোট আসতেই মোদীর মুখে গোর্খা সমস্যার কথা! দিলেন বড় প্রতিশ্রুতি
শনিবার বিকাল ৪টে নাগাদ ব্রিগেডের মঞ্চে গিয়েছিলেন তৃণমূলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন তাঁকে ঘিরে ছিলেন দলের ছাত্র-যুব শাকার মুখেরা। এছাড়াও মঞ্চে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা যায়, কলকাতার কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে।
রবিবার তৃণমূলের 'জনগর্জন সভা'র মঞ্চে চমক থাকছে। যেখানে নিজে হেঁটে পরখ করেছেন অভিষেক। কর্ডলেস মাইক হাতে নিয়ে আওয়াজ পরীক্ষা করেছেন। এরপর মাঠে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে বলেছেন, 'জয় বাংলা! কাল (রবিবার) দেখা হবে সকলের সঙ্গে।'
কেমন হবে তৃণমূলের 'জনগর্জন সভা'র মঞ্চ?
শুক্রবার তৃণমূলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, তৃণমূল ব্রিগেডের জনগর্জন সমাবেশে মোট ৩টি মঞ্চ থাকছে। মূল মঞ্চের পাশে থাকছে ৬৮/২৪ ফুটের আরও ২টি মঞ্চ। একটি মঞ্চে দলের এরাজ্যের বিধায়করা থাকবেন। অন্যটিতে মেঘালয়, অসম, ত্রিপুরা সহ ভিন রাজ্যের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩৪০ মিটার লম্বা ব়্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট ব়্যাম্প থাকছে। বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন মমতা-অভিষেক। ব়্যাম্প সহ সবকটি মঞ্চ মিলিয়ে প্রায় ৬০০ জন নেতৃত্ব স্টেজে হাজির থাকতে পারবেন। যা অতীতে কখনও হয়নি বলে দাবি তৃণমূল নেতৃত্বর।
তৃণমূল সূত্রে খবর, দলের মেঘালয়, অসম ইউনিটের নেতৃত্ব সহ ৩টি মঞ্চে মোট ৬০০ জন নেতা ও নেত্রী উপস্থিত থাকবেন। চার আগে হতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠানও। মূল মঞ্চের সঙ্গে যুক্ত ৩৪০ মিটার লম্বা র্যাম্প। যা ব্রিগেডের দর্শকদের কাছ পর্যন্ত বিস্তৃত। মনে করা হচ্ছে, ওই ব়্যাম্প দিয়েই মমতা-অভিষেকরা বক্তব্য পেশের সময় জনতার কাছে যেতে পারবেন।