Saradha Case: সারদার (Saradha) আরও একটি মামলায় কুণাল ঘোষ (Kunal Ghosh) নির্দোষ বলে প্রমাণিত হলেন। সাংসদ-বিধায়কদের বিশেষ আদালত সারদার একটি মামলায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে নির্দোষ বলে রায়ে জানিয়েছে। অন্যদিকে, প্রতারণার মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল সারদাকর্তা সুদীপ্ত সেনেরও (Sudipta Sen)। তিনিও দোষ স্বীকার করে নেন, আদালত তাঁকেও এই মামলা থেকে 'মুক্ত' করেছে।
উল্লেখ্য, নির্দিষ্ট এই মামলাটি দায়ের করেছিল পার্ক স্ট্রিট থানা। তবে কুণাল ঘোষের আইনজীবী আদালতে তাঁর সওয়ালে জানান, নির্দিষ্ট এই মামলাটি সরকারি আধিকারিক সরকারের তহবিল থেকে আর্থিক তছরুপ করলে বলবৎ করা যায়।
আরও পড়ুন- Sandeshkhali: শাহাজাহানের গ্রেফতারি চেয়ে আগুনে প্রতিবাদ! ঝাঁটা-লাঠি হাতে পথে হাজার-হাজার মহিলা
তবে কুণাল ঘোষ তখন কোনও সরকারি আধিকারিক ছিলেন না বলে আদালতে জানান তাঁর আইনজীবী। সারদা সংস্থার তহবিলও সরকারি ছিল না বলে সওয়ালে উল্লেখ করেন তিনি। এরপরেই এই মামলায় তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষকে নির্দোষ বলে জানায় আদালত।
আরও পড়ুন- Offbeat Destination: মায়াবী এপ্রান্তের হৃদয় জুড়নো পরিবেশে প্রাণের স্বস্তি! অপরূপ এই নদীপাড় কলকাতার কাছেই
অন্যদিকে, সারদাকর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করা হয়েছিল। তবে সুদীপ্ত সেন বিচারকের সামনে নিজের দোষ কবুল করে নিয়েছেন। প্রতারণার ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের সাজা হওয়ার কথা। তবে সুদীপ্ত সেন ইতিধ্যেই জেলে ১২ বছর কাটিয়ে ফেলেছেন। তাঁকেও এই মামলা থেকে 'মুক্ত' করতে বলেছে আদালত।