/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/kunal-ghosh.jpg)
Kunal Ghosh: কুণাল ঘোষ।
Kunal Ghosh: কুণাল ঘোষের হল কী? এক্স হ্যান্ডলে তাঁর করা পোস্ট ঘিরে জোরজার আলোচনা শুরু। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Polls 2024)। তার আগে কুণাল ঘোষের (Kunal Ghosh) এহেন এক্স হ্যান্ডলের পোস্ট ঘিরে চর্চার শেষ নেই। দলেরই একাংশকে বিঁধে তিনি এই পোস্ট করেছেন, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। তবে এই পোস্টে কারও নাম নেননি কুণাল।
এক্স হ্যান্ডলে পোস্টে কী লিখেছেন কুণাল?
"নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, দলের কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।''
নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, @AITCofficial দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 29, 2024
শুধু এই পোস্ট করাই নয়। X হ্যান্ডলে নিজের পরিচিতিতেও নাকি বদল এনেছেন কুণাল ঘোষ। প্রোফাইলে নেই রাজনৈতিক পরিচয়ও। নিজেকে শুধুমাত্র একজন সাংবাদিক এবং সমাজকর্মী হিসেবেই X হ্যান্ডলে উল্লেখ করেছেন তিনি। যদিও এব্যাপারে প্রকাশ্যে কুণাল ঘোষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন- LPG Cylinder Price: ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, কলকাতায় বর্ধিত দাম কত?
তবে জল্পনা বাড়ছেই। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দলেরই একাংশের বিরুদ্ধে এভাবে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে আসলে কাদের কঠিন বার্তা দিতে চাইলেন কুণাল? তা অবশ্য স্পষ্ট হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।
আরও পড়ুন- Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আরও ১, রাতভর বাড়ি ঘিরে রেখে সকালে গ্রেফতার ISF নেত্রী