Advertisment

TMC leader accused of beating: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ! কাঠগড়ায় রাজারহাটের তৃণমূল নেতা

TMC leader accuse: অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা

author-image
IE Bangla Web Desk
New Update
Rajarhat PS, Gautam Sarkar, রাজারহাট থানা, গৌতম কুমার

Rajarhat PS-Gautam Sarkar: ঘটনায় রাজারহাট থানার দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী। (নিজস্ব চিত্র)

TMC leader accused of beating a person in Rajarhat: সালিশি সভার নামে এক যুবককে বাইকে করে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ উঠল রাজারহাটে। কাঠগড়ায় তৃণমূলের এক নেতা। তিনি অবশ্য মারধর বা অত্যাচার চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। শুধু জানিয়েছেন যে, অভিযোগকারী বিজেপি সমর্থক। তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে মিথ্যা অভিযোগ করছেন।

Advertisment

অভিযোগকারী গৌতম সরকার জানিয়েছেন, তাঁর বাবা শুক্রবার মারা গিয়েছেন। সেই সন্ধ্যাতেই ফোন করেছিলেন অভিযুক্ত রক্তিম কর। সেই সময় তাঁকে রক্তিম করের লোকজন এসে তুলে নিয়ে যান। তাঁকে রাজারহাটের বিষ্ণুপুর-১ গ্রাম পঞ্চায়েতের অফিসে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই অভিযুক্ত রক্তিম করের লোকজন তাঁকে মারধর করেছে বলে অভিযোগ করেছে গৌতম সরকার।

অভিযোগকারী জানিয়েছেন, তিনি এক বেসরকারি ঋণদানকারী সংস্থায় কাজ করেন। এক ব্যক্তি তাঁর সংস্থার থেকে কিছু টাকা পান। তাই নিয়ে সংস্থার মালিকের সঙ্গে ওই ব্যক্তির আলোচনা চলছিল। তার মধ্যেই অভিযুক্ত ব্যক্তি রক্তিমের দ্বারস্থ হন। আর, তার প্রেক্ষিতে তিনি তাঁকে 'সালিশি সভা'য় তুলে নিয়ে যান বলেও অভিযোগ করেছেন গৌতম সরকার।

Agnimitra Paul, BJP, অগ্নিমিত্রা পল, বিজেপি,
Agnimitra Paul-BJP: কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

এই ব্যাপারে গৌতম সরকার বলেন, 'সবে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সেরে ফিরেছি। তার পর ২৪ ঘণ্টাও কাটেনি। বাড়িতে দলবল পাঠিয়ে আমাকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে ওই তৃণমূল নেতা। আমি যাতে মারধরের ভিডিও করতে না পারি, সেজন্য আমার মোবাইলটাও কেড়ে নিয়েছে। আমার চোট লেগেছে। নিরাপত্তার জন্য আমি পুলিশের দ্বারস্থ হয়েছি।'

আরও পড়ুন-  ‘আমরা ভাগাভাগি করি না’, নাম না করে শুভেন্দুকে দুষে ঐক্যের পাঠ মমতার!

পালটা রক্তিম কর বলেন, 'কেউ ওঁকে মারধর করেনি। সব মিথ্যে বলছে। একটা গরিব ছেলের টাকা আটকে রেখেছে। সেই জন্যও ওঁকে ডাকা হয়েছিল। সব মিটমাট হয়ে গিয়েছে। তারপরও গৌতম সরকার নামে ওই বিজেপি সমর্থক ছেলেটি আমাদের নামে মিথ্যে অভিযোগ করেছে।' পালটা বিজেপির তরফে বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, 'সব জায়গায় তৃণমূলের লোকজন সাধারণ মানুষের ওপর দাদাগিরি করছে। পুলিশ-তৃণমূল মিলেমিশে এসব করছে।'

Saltlake bjp tmc
Advertisment