Advertisment

মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি পদক্ষেপ, পুলিশের জালে তৃণমূল নেতা আনারুল

বৃহস্পতিবারই বগটুই গ্রামে গিয়ে আনারুল হককে এক ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee criticise modi government's agnipath project

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গ্রেফতার রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হক। বগটুই-কাণ্ডে এদিনই আনারুল হককে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই তারাপীঠের একটি লজ থেকে থেকে আনারুলকে গ্রেফতার করে পুলিশ।

Advertisment

উল্লেখ্য, বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অশান্তির আঁচ পেয়েও পুলিশকে খবর দেননি আনারুল। পুলিশ আগে থেকে বিষয়টি জানলে হয়তো এই ঘটনা আটকানো যেত বলেও মনে করেন তিনি। আনারুলকে গ্রেফতার করতে ডিজি-কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যেপাধ্যায় সাফ জানান, হয় আনারুল আত্মসমর্পণ করুন, নয় তাকে গ্রেফতার করতে হবে। যেখানেই পালাক ধরে আনতে হবে।

আরও পড়ুন- বগটুই গ্রামে গিয়েও বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী

এদিকে, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই আনারুল হককে ধরতে কোমর বেঁধে ময়দানে নামে পুলিশ। প্রথমে তার বাড়ি গিয়ে খোঁড করা হয়। আনারুলকে তার রামপুরহাটের বাড়িতে না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিল পুলিশ। আনারুলের সমর্থনে তার অনুগামীরা বিক্ষোভও শুরু করে দিয়েছিল।

আনারুলকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তার অনুগামীদের। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশের কিছুক্ষণের মধ্যেই তারাপীঠের একটি লজ থেকে রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হককে পুলিশ গ্রেফতার করেছে।

Mamata Banerjee CM Mamata Bagtui
Advertisment