Advertisment

মাঝ রাতে অতর্কিতে হানা, ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

ময়নায় বিজেপি নেতা খুনে প্রথম গ্রেফতারি।

author-image
IE Bangla Web Desk
New Update
Video of man urinating on injured man goes viral, 1 held in Agra

প্রতীকী ছবি।

ময়নায় বিজেপি নেতা খুনে প্রথম গ্রেফতারি। খুনের আড়াই দিনের মাথায় অভিযুক্তদের একজনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মিলন ভৌমিক নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ময়নার বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে ধৃত জড়িত ছিল বলে দাবি পুলিশের। ধৃতকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ময়না থানার পুলিশ।

Advertisment

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। স্থানীয় তৃণমূলের বিরুদ্ধেই খুনের অভিযোগ তোলে মৃতের পরিবার ও বিজেপি নেতৃত্ব। যদিও শাসকদলের স্থানীয় নেতাদের পাল্টা দাবি ছিল, বিজেপির অন্তর্দ্বন্দ্বের জেরেই এই খুন। এদিকে, পরিবারের তরফে ৩৪ জনের নামে ময়না থানায় এফআইআর দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন- বাংলায় সিআরপিসি ও আইপিসি-র অপব্যবহার! কড়া পদক্ষেপের পথে কেন্দ্র, হুঁশিয়ারি শুভেন্দুর

পুলিশ সূত্রে খবর, ওই এফআইআর-এর ২৬ নম্বরে নাম থাকা তৃণমূল নেতা মিলন ভৌমিককেই বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। এফআইর-এ অন্তত ২৫-৩০ জন অজ্ঞাতপরিচয়ের উল্লেখ রয়েছে। ধৃত তৃণমূল নেতাকে জেরা করে তাঁদের সন্ধান চালানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে, বৃহস্পতিবারই ময়নার নিহত বিজেপি নেতার দ্বিতীয়বার ময়নাতদন্ত হওয়ার কথা। আদালতের নির্দেশে দ্বিতীয়বাররে এই ময়নাতদন্ত হওয়ার কথা আলিপুরের কমান্ড হাসপাতালে।

জানা গিয়েছে, বুধবার রাতে পরিবারের হাতে নিহত বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ তুলে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে মতো ময়না তদন্তের রিপোর্ট ময়না থানায় জমা করতে হবে। এদিকে, বিজেপি নেতা খুন ধৃত মিলন ভৌমিক গোড়ামাল পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। সেই প্রতিবাদ মিছিলের আগেই এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ময়নায় নতুন করে যাতে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

Purba Medinipur Murder Arrest BJP Leader tmc West Bengal
Advertisment