/indian-express-bangla/media/media_files/2025/01/09/CBF7JvTT9ozUtGIcku8h.jpg)
মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস (TMC) নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
TMC Leader Arrested: মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস (TMC) নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার করা হল রাণীনগর পঞ্চায়েত সমিতির সদস্য আইানুল হককে। অভিযোগ, ৩৫ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয় প্রধান শিক্ষকের কাছে থেকে যার জেরে চরম পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি।
পুলিশ সূত্রে খবর, মৃত প্রধান শিক্ষক উজ্জ্বলবাবুর স্ত্রী পলি সিংহ রায় থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ঘুষ না দিলে স্বামীকে দুর্নীতির মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল স্থানীয় তৃণমূল নেতা। ক্রমাগত চাপ ও অপমান সহ্য করতে না পেরেই তাঁর স্বামী আত্মহত্যার পথ বেছে নেন।
ডোমকল থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে শুক্রবার গ্রেপ্তার করা হয় আইানুল হককে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযোগ সত্যতা যাচাই করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই কাণ্ডে অন্য কারও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন আইানুল হক। তাঁর বক্তব্য, “আমি নিজেও এই স্কুলের প্রাক্তন ছাত্র। উনি আমার শিক্ষক ছিলেন। তাঁকে কেন আমি হুমকি দেব? সব অভিযোগই মিথ্যা।”
প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তড়িঘড়ি উজ্জ্বলবাবুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, “এটি আত্মহত্যা নয়, প্রাতিষ্ঠানিক খুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্য আজ দুর্নীতিতে ডুবে আছে। সৎ শিক্ষকরা আত্মহত্যা করছেন, আর চোরেরা ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে। পরিবারের পাশে আমরা সব সময়ের জন্য রয়েছি। আইনি সবরকম ভাবে সহায়তা প্রদান করব।”