scorecardresearch

চাকরির নামে টাকা তুলে পগার পার তৃণমূল নেতা, ছেলেকে গাছে বেঁধে মার, চড় স্ত্রীকেও

সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ-লক্ষ টাকা তুলে আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।

tmc leader cheated jobseekers, his son is beaten by them
তৃণমূল নেতার ছেলে-বউকে ধরে ব্যাপক মারধর। ছবি: কৌশিক দাস।

চাকরির নামে লক্ষ-লক্ষ টাকা তুলে পগার পার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের তৃণমূল নেতা। নিয়োগ মেলেনি, এবার টাকা ফেরত চাইছেন চাকরিপ্রার্থীরা। অভিযুক্ত তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বাড়িতে চড়াও চাকরিপ্রার্থীরা। তাঁকে না পেয়ে ছেলেকে গাছে বেঁধে বেধড়ক মার। অভিযুক্ত নেতার পঞ্চায়েত সদস্যা স্ত্রীকেও রাস্তায় ফেলে মার মহিলাদের। বাড়িতে ব্যাপক ভাঙচুর।

এসএসসি দুর্নীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িত থাকার অভিযোগে খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীই জেলের ভাত খাচ্ছেন। অভিযোগ, জেলায়-জেলায় এই চাকরি দুর্নীতির শিকড় ছড়িয়েছে। তারই প্রমাণ মিলল এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। এলাকার দাপুটে তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েক।

তাঁর স্ত্রী মলিনা নায়েক পঞ্চায়েত সমিতির সদস্যা। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ-লক্ষ চাকা তুলে আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েক। এলাকার বহু তরুণ-তরুণী চাকরির আশায় তাঁকে টাকা দিয়েছিলেন। তবে সময় পেরিয়ে গেলেও তাঁদের কারও চাকরি হয়নি।

তৃণমূল নেতার ছেলেকে বেধড়ক মারধর।

টাকা ফেরত চাইলেও তা মেলেনি বলে দাবি চাকরিপ্রার্থীদের। শনিবার সকালে দল বেঁধে ভগবনাপুরের কোটবাড় গ্রামে তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বাড়িতে চড়াও হন চাকরিপ্রার্থীরা। তবে ততক্ষণে পগার পার অভিযুক্ত তৃণমূল নেতা। চাকরিপ্রাকর্থীরা ঘরে ঢুকতে চাইলে বাধা দেন অভিযুক্ত নেতার পঞ্চায়েত সদস্যা স্ত্রী। তাঁকেও বাইরে টেনে এনে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ বেশ কিছু মহিলার বিরুদ্ধে।

আরও পড়ুন- এসির ঠান্ডা বাতাস এখন স্মৃতি, ফ্যানের হাওয়াতেই জেলের ভাত খাচ্ছেন পার্থ-অর্পিতা

অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের ছেলেকে বাড়ি থেকে বের করে এনে চলে মারধর। তাঁকেও একটি গাছে বেঁধে বেধড়ক মারধর শুরু করেন চাকরিপ্রার্থীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ভগবানপুরের কোটবাড় গ্রামে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Tmc leader cheated jobseekers his son is beaten by them478119