Advertisment

TMC Leader Murder: ভোটের ফল প্রকাশের পরই এলোপাথাড়ি গুলি, নিহত তৃণমূল নেতা

TMC Leader Death: ঠিক কী কারণে এই গুলি চলল বা কারা গুলি চালাল তা এখনও স্পষ্ট হয়নি। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জানিয়েছেন, মিটিং চলাকালীন আচমকা গুলি চলেছে। কারা গুলি চালিয়েছে তা তিনিও বুঝতে পারছেন না। তবে ওই হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc leader died by gun shot in north dinajpur

প্রতীকী ছবি।

TMC Leader Death: ভোটের ফল প্রকাশ হতেই গুলি করে খুন তৃণমূল নেতাকে। গুলিবিদ্ধ আর এক তৃণমূল নেতা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisment

জানা গিয়েছে, শনিবার রাতে ইসলামপুরের একটি হোটেলে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা আলোচনায় বসেছিলেন। তার আগে ওই দিনই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী। তার পরপরই রাতের দিকে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যরা। তারই ফাঁকে হোটেলে ঢুকে পড়েছিল বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। তারা গুলি চালায়। গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ।

আশঙ্কাজনক অবস্থায় দু'জনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তৃণমূল নেতা বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর তৃণমূল নেতা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন- চা খেয়ে হাজার-হাজার টাকা ধার! টাকা চাইলে দোকানের ‘কাগজ’ চাইছে BDO অফিস

ঠিক কী কারণে এই গুলি চলল বা কারা গুলি চালাল তা এখনও স্পষ্ট হয়নি। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, মিটিং চলাকালীন আচমকা গুলি চলেছে। কারা গুলি চালিয়েছে তা তিনিও বুঝতে পারছেন না। তবে ওই হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- West Bengal Weather Forecast: ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি, দক্ষিণবঙ্গে ফের প্রবল বৃষ্টি কবে থেকে?

Death Murder North Dinajpur tmc
Advertisment