Malda: চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক তৃণমূল নেতার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার (Malda) গাজোলের সৈয়দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট (Balurghat) থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেন থেকে কোনও কারণবশত ওই ব্যক্তি পড়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনার পর খবর পেয়ে ওই এলাকায় পৌঁছোয় রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দেবজিৎ রঞ্জন রুদ্র (৫৯) । তাঁর বাড়ি বালুরঘাটে। তিনি তৃণমূল কংগ্রেসের বালুরঘাট শহর কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন। এরই পাশাপাশি তিনি বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরও ছিলেন।
আরও পড়ুন- Suvendu Adhikari: ‘৫ হাজার টাকা করে ভাতা দেব’, কবে থেকে? কাদের? কেন? স্পষ্ট উত্তর শুভেন্দুর
মৃত তৃণমূল নেতার এক আত্মীয় বিমল সাহা জানিয়েছেন, দেবজিৎ রঞ্জন রুদ্র পারিবারিক বিবাদের জেরে গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজনেরা ওই দিন রাতেই বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি (Missing Diary) করেছিলেন।
আরও পড়ুন- Mahua Moitra: ভোট প্রচারের ব্যস্ততার মধ্যেই মহুয়ার জন্য বিরাট সুখবর! কী বলল আদালত?
এদিন বালুরঘাট থানা সূত্রে জানা যায়, ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে দেবজিৎবাবুর। গাজোলের সৈয়দপুর এলাকা থেকে দেহ উদ্ধার হয়েছে। কীভাবে চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তির পড়ে গিয়ে মৃত্যু হল সেই ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশও। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে। সেখানকার মর্গে ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।