Advertisment

আচার্য সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন, হাইকোর্টে মামলা তৃণমূল মুখপাত্রের

এই ঘটনা আদতে তাঁরই ব্যর্থতা বলে দাবি তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc leader files pil in calcutta high court on jadavpur university student death case , আচার্য সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন, হাইকোর্টে মামলা তৃণমূল মুখপাত্রের

নিশানায় রাজ্যপাল সিবি আনন্দ বোস।

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তোলপাড় রাজ্য। এবার এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা করল তৃণমূল। বুধবার রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা একটি জনস্বার্থ মামলা করেছেন। সেখানে হস্টেল কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্যপাল তথা যাদবপুরের আচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে। সওয়াল করবেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisment

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই বলেছেন যে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন রাজ্যপালের নিয়ন্ত্রণে, তাই এই ঘটনা আদতে তাঁরই ব্যর্থতা বলে দাবি তৃণমূলের। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই বলেছিলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন রাজ্যপালের নিয়ন্ত্রণে, তাই এই ঘটনা আদতে আচার্যেরই ব্যর্থতা।

র‍্যাগিং-এর জেরেই গত বুধবার রাতে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। হস্টেলের ৯ জন আবাসিককে গ্রেফতারও করা হয়েছে ওই ঘটনায়। এই নিয়ে আগেই একটি মামলা করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এবার দায়ের হল দ্বিতীয় মামলা। সুদীপ রাহার করা মামলায় প্রশ্ন তোলা হয়েছে, কেন হস্টেলে কোনও সিসিটিভি ছিল না? প্রশাসনের চোখ এড়িয়ে একজন স্টুডেন্ট আর একজনকে র‍্যাগিং করছে কীভাবে? তৃণমূল নেতার দাবি, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। ড্রাগ নেওয়ার মতো অনৈতিক কাজকর্ম হচ্ছে বলেও অভিযোগ তৃণমূল নেতার।

tmc Calcutta High Court Jadavpur University cv ananda bose
Advertisment