/indian-express-bangla/media/media_files/2025/11/05/sir-form-2025-11-05-15-23-07.jpg)
SIR-viral video: ছবির ডানদিকে অভিযুক্ত BLO, বাঁদিকে ফর্ম বিলির ছবি। (ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া ছবি)
SIR (Special Intensive Revision) চলাকালীন ফের বিতর্কে BLO-দের ভূমিকা। মুর্শিদাবাদের ভগবানগোলায় এক তৃণমূল নেতার বাড়ি থেকে ভোটার তালিকার ফর্ম বিলি করছেন এক বিএলও — এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে ভগবানগোলা ১ নম্বর ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বুথের বিএলও সোহেল হোসেন বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তথা তৃণমূলের বিএলএ মণিরুল ইসলামের বাড়িতে বসে SIR-এর এনুমারেশন ফর্ম বিলি করছিলেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সরব বিরোধীরা। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ দেখান সিপিআই(এম) নেতা অনিমেষ সাহা ও অন্যান্য কর্মীরা। তাঁদের অভিযোগ, “নির্বাচন কমিশনের ফর্ম কোনও রাজনৈতিক দলের কার্যালয় বা নেতার বাড়ি থেকে বিলি করা সম্পূর্ণ বেআইনি। অথচ তৃণমূল নেতার বাড়ি থেকেই ফর্ম বিলি হচ্ছে।”
সিপিএম নেতা অনিমেষ সাহা অভিযোগ করেন, “আমরা প্রতিবাদ জানাতে গেলে উল্টে আমাদেরই জ্ঞান দিতে শুরু করেন বিএলও। পরে বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়। বিডিও এসে তাঁকে সেখান থেকে সরিয়ে দেন।”
আরও পড়ুন- SIR: কে আপনার বুথের দায়িত্বে? এক মিনিটেই বের করুন BLO ও ERO-র নাম ও নম্বর !
অন্যদিকে, সিপিআই(এম) নেতা কামাল হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিডিওর কাছে অভিযোগ করবেন। এই বিষয়ে কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। CAA, NRC-র পর এবার SIR নিয়েও রাজনীতি চলছে। বিভ্রান্তি ছড়িয়ে ভোটে ফায়দা তুলতে চাইছে তৃণমূল ও বিজেপি।”
আরও পড়ুন- Crime News: “আমি বিডিও”, বলে দোকান থেকে তুলে নিয়ে খুন স্বর্ণ ব্যবসায়ীকে! রুদ্ধশ্বাস কাণ্ডে তোলপাড়!
এই বিষয়ে বিএলও সোহেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের কথা কার্যত স্বীকার করেন। তবে, তাঁর দাবি, “সুবিধার জন্য ওই বাড়িতেই ফর্ম বিলি করা হচ্ছিল।” স্থানীয় প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us