/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Crime-Scene.jpg)
TMC Leader Killed: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা।
TMC Leader Killed in Ashokenagar: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ড নিয়ে এখনও তোলপাড় বঙ্গ রাজনীতি। এবার সেই উত্তর ২৪ পরগনাতেই তৃণমূলের এক উপ প্রধানকে রাতে একটি বাড়িতে ঢুকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। অশোকনগরের (Ashokenagar) এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবাসায়িক বিবাদের জেরেই এই খুনে বলে দাবি।
নিহত অশোকনগরের গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপ প্রধান বিজন দাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নিজের দলেরই এক সমর্থকের বাড়িতে ছিলেন বিজন দাস। রাতে খাওয়া-দাওয়ার পর সেই বাড়িরই একটি ঘরে তিনি ঘুমোতে গিয়েছিলেন।
সেই সময়েই এলাকার এক জমি ব্যবসায়ী তার কয়েকজন অনুগামীকে নিয়ে বাড়িতে ঢোকে। বিজন দাসের সঙ্গে তাদের কোনও একটি বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখনই এক দুস্কৃতী খুব কাছ থেকে বিজন দাসকে লক্ষ্য করে গুলি চালায়।
রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতাকে তড়িঘড়ি বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, উপ প্রধান নির্বাচিত হওয়ার পর থেকেই নানা বিষয় নিয়ে দলেই কোন্দলের পরিস্থিতি তৈরি হচ্ছিল। যদিও পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।