হাসপাতালে ভর্তি মুকুল রায়। কলকাতার ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। স্নায়বিক কিছু সমস্যার জেরেই একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও ওই হাসপাতালে গিয়ে কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন মুকুল রায়। এরপর রবিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
বর্তমানে বঙ্গ রাজনীতিতে মুকুল রায়ের অস্তিত্ব টের পাওয়াই যায় না। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়। এমনকী একুশের নির্বাচনে বিজেপির টিকিটে লড়ে কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ও পেয়েছিলেন তিনি। তবে একুশের ভোটের ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন তিনি। যদিও তৃণমূলে ফেরা ইস্তক সেভাবে 'অ্যাক্টিভ' ভূমিকায় দেখা যায়নি একদা বঙ্গ রাজীনিতির এই 'চাণক্য'কে। ২০২১ সালেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। ঘনিষ্ঠদের অনেকে জানিয়েছেন, স্ত্রীর মৃত্যুতে মুকুল রায় ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন- শেষমেশ তাল কাটলই! ‘BJP-র কথায় বিবৃতি রাজ্যপালের’, তৃণমূল মুখপত্রে কড়া সমালোচনা
একুশের ভোটের ফল প্রকাশের কিছুদিনের মধ্যে তৃণমূলে ফিরলেও পুরনো মেজাজে আর দেখা যায়নি মুকুল রায়কে। বরং একাধিকবার তাঁর নানা অসংলগ্ন মন্তব্য দলকে অস্বস্তিতেই ফেলেছে। কখনও বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে বলে ভবিষ্যদ্ববানী করেছেন তিনি। কখনও বলেছেন, 'যে বিজেপি সেই তো তৃণমূল।'
আরও পড়ুন- জঙ্গল থেকেই ঝাঁপ নৌকায়, মৎস্যজীবীর ঘাড়-মাথা কামড়ে খেল দক্ষিণরায়!
তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, স্নায়বিক সমস্যায় কাবু দেশের প্রাক্তন রেলমন্ত্রী। বেশ কিছুদিন ধরেই তাঁর চিকিৎসা চলছে। দিন কয়েক আগে ইএম বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতলে তাঁর একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। তবে শেষমেশ রবিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।