দক্ষিণদিনাজপুরের গঙ্গারামপুরে খুন তৃণমূল নেতা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সন্তোষ দাস। এই খুনের ঘটনায় বিজেপির দিকে অভিযোগের তির রাজ্যের সাসক দলের। তবে, তারা অভিযোগ অস্বীকার করেছে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বিজেপি কর্মী বলে জানা গিয়েছে।
গঙ্গারামপুর থানার পুলিশের দাবি অনুশারে, শুক্রবার রাতে দলীয় সভায় যোগ দিয়েছিলেন তৃণমূল নেতা সন্তোষ দাস। সেখান থেকেই রাত ১০টা নাগাদ বাড়ি ফেরার পথে কালদিঘী এলাকায় একদল লোক ঘিরে ধরে। ধারালো কিথু দিয়ে তাঁকে কোপানো হয়। ওই তৃণমূল নেতার আর্তনাদের আওয়াজে স্থানীয়রা ঘটনাস্তলে যায়। উদ্ধার করে আক্রান্ত সন্তো। দাসকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: ‘ভারত ও আরএসএস সমার্থক’, ইমরানকে জবাব সংঘ নেতার
স্থানীয় তৃণমূল নেতা অমলেন্দু সরকারের দাবি, 'লোকসভা ভোটজ পাওয়ার পর থেকেই এলাকায় অশান্তির চেষ্টা করছে গেরুয়া বাহিনী। বেশ কিছি দুষ্কৃতী ভাড় করে তারা এই খুন করেছে।' প্রসঙ্গত, বালুরঘাট লোকসভার অন্তর্গত গঙ্গারামপুর এলাকা। লোকসভা ভোটে এবার তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে জয় পান বিজেপির সুকান্ত মজুমদার।
জোড়াফুল শিবিরের অভিযোগ মানতে নারাজ বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি সুভেন্দু সরকারের দাবি, 'সন্তোষ দাসের হত্যা শাসক দলের অন্তর্দ্বন্দ্বের পরিনাম। কিন্তু পুলিশ আমাদেরই দু'জন কর্মী, সমর্থককে গ্রেফতার করেছে।'
Read the full story in English