পঞ্চায়েত ভোটের আগে ফের খুন বাংলায়। এবার তৃণমূল কার্যালয়ের সামনে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতার দেহরক্ষীও। চাঞ্চল্যকর এই ঘটনা পুরুলিয়ার আদ্রার। বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ শাসকদলের। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় আদ্রা শহরের পাণ্ডে বাজারে দলীয় কার্যালয়ের সামনে ছিলেন শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর দেহরক্ষী তথা রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাসও। আচমকাই কয়েকজন দুষ্কৃতী পার্টি অফিসের সামনে গিয়ে জড়ো হয়। খুব কাছ থেকে তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবেকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তাঁর দেহরক্ষীও।
আরও পড়ুন- দক্ষিণবঙ্গে এবছর আদৌ বর্ষার স্বাভাবিক বৃষ্টি হবে? জানুন একেবারে লেটেস্ট আপডেট
এই ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় দু'জনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসা চালাকালীনই মৃত্যু হয় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের। তাঁর দেহরক্ষী শেখর দাসের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
আপাতত তাঁর চিকিৎসা চলছে। এদিকে, পুরুলিয়ার এই খুন ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। শাসকদল তৃণমূল নিশানা করছে বিজেপিকে। পাল্টা অভিযোগ উড়িয়ে জোড়াফুলের অন্তর্দ্বন্দ্বকেই দুষছে পদ্ম শিবির।