Advertisment

মুজরায় আসরে টাকা ওড়াচ্ছেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও

এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা প্রদীপকুমার ভকত।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc leader spending money in Mujra viral video birbhum

মাচের আসরে টাকা ওড়াচ্ছেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা প্রদীপকুমার ভকত। ছবি: আশিস মণ্ডল

নাচের আসরে নোটের তাড়া থেকে টাকা খুলে তরুণীর মাথায় ছড়িয়ে দিচ্ছেন এক ব্যক্তি। এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক। ভাইরাল ভিডিও-তে যে ব্যক্তিকে ফিল্মি কায়দায় টাকা ওড়াতে দেখা গিয়েছে তিনি বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা প্রদীপকুমার ভকত ওরফে বাবলু। ঘটনার নিন্দা করেছে বিজেপি। তবে খাদ্য কর্মাধ্যক্ষ বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

Advertisment

দিন কয়েক ধরে একটি ভিডিও ভাইরাল। যেখানে দেখা গিয়েছে জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘দেবদাস’-এর গানের সঙ্গে লাল রঙের ঘাগরা-চোলিতে নেচে চলেছেন এক তরুণী। চলচ্চিতে এই গানের সঙ্গে নাচে ‘চন্দ্রমুখী’র চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ভিডিও-র শেষ দিকে দেখা গিয়েছে সুসজ্জিত ওই ঘরে এক ব্যক্তি তরুণীর মাথার উপর একের পর নোট ছড়াচ্ছেন। হাওয়ায় সেই নোট ঘরের চারদিকে পড়ছে। একইসঙ্গে স্বল্প পোশাকে এক মহিলাকে টাকা কুড়োতেও দেখা গিয়েছে। এমনকী, লাস্যময়ী তরুণীর নাচ চলাকালীন সেখানে তৃণমূল নেতা প্রদীপকুমার ভকত ছাড়াও আরও তিনজন পুরুষকে দেখা গিয়েছে। এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা গিয়েছে, ‘ওয়াহ, জবাব নেই'। আবার বলতে শোনা গিয়েছে, 'আমাদের বিহারে বিয়ে শাদিতে এই রকমই চলে'।

মুজরা আসরের মতো নাচের সঙ্গে তৃণমূল নেতার টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে গিয়েছে বীরভূমে। সুসজ্জিত ঘরে এইভাবে আসর বসিয়ে তৃণমূল নেতার টাকা ছড়ানোর বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে।

যদিও ওই ভাইরাল হওয়া ভিডিও কবেকার বা কোথাকার সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা প্রদীপকুমার ভকত। তিনি বলেন, 'এটি সাম্প্রতিক কোনও ঘটনা নয়। নাচের কোনও আসর বা মুজরা নয়, সাড়ে তিন মাস আগে তাঁর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে নাচ গানের জন্য অর্কেস্ট্রা ভাড়া করা হয়েছিল। আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে এমন চল রয়েছে। কিছু দিন আগে বীরভূমে মুরারই রাজগ্রামে একটি ঝমেলা হয়। এরপরই রাজগ্রামবাসীর একাংশ অপবাদ ছড়াতে এই ভিডিও ভাইরাল করেছে।'

টাকা ওড়ানোর ভিডিও বিতর্ক নিয়ে কড়া সমালোচনা করেছে পদ্ম শিবির। বিজেপি নেতা শুভাশিস চৌধুরীর বলেন, 'এই ঘটনা তৃণমূলের সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে মিলে গিয়েছে। তৃণমূল যেমন দল তাদের নেতাদের কার্যকলাপও তেমনই।'

Birbhum tmc
Advertisment