‘অভিষেকের নামে কুৎসা? জিভ টেনে ছিঁড়ে নেব!’, কাকে পিষলেন যুব তৃণমূল নেতা?

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের মন্তব্যে সমালোচনার ঝড়।

ED is going to take new action against Abhishek banerjee
অভিষেক ব্যানার্জি।

এবার বিরোধী নেতাদের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হঁশিয়ারি যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের একটি সভায় কার্যত বোমা ফাটানো মন্তব্য ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। তৃণমূল নেতা সম্রাট তপাদারের মন্তব্য ভাইরাল হতেই সমালোচনার ঝড়।

ব্যারাকপুরে তৃণমূলের সভায় করা যুব নেতার মন্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের নেতাদের একাংশের। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গরু, কয়লা পাচারের মতো কেলেঙ্কারিতে বিরোধী নেতারা ফি দিন নিশানা করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এবার দলের শীর্ষ নেতার পাশেই যেন ঢাল হয়ে দাঁড়িয়েছেন যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

কী বলেছেন ব্যারাকপুরের ২ নং ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সিলর?

তাঁর হুঁশিয়ারি, ‘যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছে তাদের জিভ টেনে ছিঁড়ে দেওয়ার সময় এসে গেছে। অনেক রবীন্দ্র সংগীত বাজিয়েছি আমরা। আমার নেতা-নেত্রীকে গালাগাল দেবে আর আমরা মালা পরাব, সেই সময় কিন্তু চলে গিয়েছে।’

আরও পড়ুন- ‘পিঠের চামড়া যাতে না যায় সতর্ক থাকুন’, কর্মীদের বার্তা ‘দিদির দূত’ রবীন্দ্রনাথের

এদিকে, তৃণমূল নেতার এই হুঁশিয়ারি প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, ‘উনি তো মমতা ব্যানার্জির সুরেই কথা বলেছেন। মমতা ব্যানার্জির কাছে পৌঁছনোর চেষ্টা। পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কমবয়সী ছেলেদের জিজ্ঞাসা করুন, ওঁরাই ওর কথার ঠিক উত্তর দেবে।’

আরও পড়ুন- একরত্তিকে খুনের আগে যৌন নির্যাতন, তিলজলা-কাণ্ডে চমকে দেওয়ার মতো আরও তথ্য!

সাম্প্রতিক সময়ে এরাজ্যে একাধিক ক্ষেত্রে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির পাশাপাশি গরু, কয়লা পাচারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। আদালতের নির্দেশে এরাজ্যে হয়ে যাওয়া বিভিন্ন দুর্নীতির তদন্ত করছে সিবিআই ও ইডি। বিভিন্ন সময়ে এই সব তদন্তে নাম জড়াচ্ছে রাজ্যের শাসকদলের নেতাদেরও। যা নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে তীব্র অস্বস্তিতে পড়তে হচ্ছে জোড়াফুল শিবিরকে। এবার বিরোধীদের মোকাবিলায় পাল্টা আক্রমণের রাস্তাতেই হাঁটতে শুরু করে দিল তৃণমূলও।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Tmc leader threatens to tear out tongue if insulted in name of abhishek banerjee

Next Story
‘পিঠের চামড়া যাতে না যায় সতর্ক থাকুন’, কর্মীদের বার্তা ‘দিদির দূত’ রবীন্দ্রনাথের
Exit mobile version