Advertisment

"কেউ সিপিএমকে ভোট দিলে হাত কেটে দেব", নানুরে বাম প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার

নির্বাচন কমিশনের আধিকারিকদের সামনেই দাঁড়িয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নির্বাচনী প্রচারে বেরিয়ে ফের হুমকির শিকার সংযুক্ত মোর্চার প্রার্থী। বীরভূমের নানুরে বাম প্রার্থীর সামনেই সিপিএমে ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনায় কাঠগড়ায় তৃণমূল নেতা। ঘটনায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয়, নির্বাচন কমিশনের আধিকারিকদের সামনেই দাঁড়িয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisment

বুধবার বীরভূমের নানুর বিধানসভার আগত্তর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী শ্যামলী প্রধান। গ্রামে ঢুকতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তৃণমূল পরিচালিত নানুর গ্রাম পঞ্চায়েত সদস্যা জুলি বিবির স্বামী নূরমান শেখ তাঁর লোকজনদের নিয়ে শ্যামলী প্রধানকে ঘিরে ফেলেন।

তৃণমূলের কর্মী-সমর্থকরা বলেন, “ভোটের সময় ভোট চাইতে চলে এসেছেন। আপনি পাঁচ বছরের বিধায়ক, কোথায় ছিলেন এই পাঁচ বছর? যে রাস্তা দিয়ে আপনি গ্রামে ঢুকলেন প্রচার করতে এটি তৃণমূলের সরকারের করা। আপনি পাঁচ বছর কী করেছেন?”

তৃণমূল নেতাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন শ্যামলী প্রধান। কিন্তু কোনও লাভ হয়নি। উল্টে নূরমান হুমকি দেন, “ভোটের সময় উস্কানি দিতে চলে এসেছেন। এখানে সিপিএমকে কেউ একটাও ভোট দেবে না, যে ভোট দেবে তার হাত কেটে দেব।” তৃণমূল নেতার হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে তৃণমূল নেতার আচরণে।

Birbhum West Bengal Assembly Election 2021 Cpm tmc
Advertisment