Advertisment

জুন মালিয়ার বিরুদ্ধে 'মারাত্মক' অভিযোগ! এখনই 'ব্যবস্থা'র দাবি তৃণমূলেরই নেতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই বিধায়কের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

author-image
IE Bangla Web Desk
New Update
tmc leader's allegation against mla June Maliah

জুন মালিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বিধায়কদের অন্যতম অভিনেত্রী জুন মালিয়ার বিরুদ্ধে এবার জেলা তৃণমূল সভাপতিকে একগুচ্ছ নালিশ দলেরই সংখ্যালঘু সেলের নেতার। পশ্চিম মেদিনীপুরের ওই সংখ্যালঘু সেলের নেতা আবার শাসকদলের কাউন্সিলরও। তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়েই তাঁর ওয়ার্ডে ঢুকে পড়ছেন বিধায়ক। দলবিরোধী কাজের জন্য বহিষ্কৃত এক নেতার সঙ্গে গিয়ে তিনি কথা বলেছেন। এতে এলাকায় দলের ভবূমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ওই তৃণমূল নেতা।

Advertisment

এবার দলের নেতারই রোষের মুখে জুন মালিয়া। টলিউডের এই অভিনেত্রী তৃণমূলের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। টলিউডের তারকা বিধায়কদের মধ্যে অন্যতম জুন মালিয়া। প্রায়শই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে নানা অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। মমতা বন্দ্যেপাধ্যায় নিজেও ব্যক্তিগতভাবে জুন মালিয়াকে পছন্দ করেন। এহেন জুন মালিয়ার বিরুদ্ধেই এবার ক্ষোভে ফুঁসছেন তাঁরই বিধানসভা কেন্দ্র এলাকার জোড়াফুলের সংখ্যালঘু সেলের এক নেতা।

আরও পড়ুন- ছুটির দিনে বেড়াতে যাচ্ছেন? সঙ্গে রাখবেন ছাতা? জেনে নিন ওয়েদার আপডেট

মেদিনীপুর তৃণমূলের সংখ্যালঘু সেলের ওই নেতার নাম মোজাম্মেল হোসেন। তিনি মেদিনীপুর পুরসভার কাউন্সিলরও বটে। তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়েই দলের কাজে তাঁর ওয়ার্ডে ঢুকে পড়ছেন জুন মালিয়া। এলাকায় ঢুকে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত নেতার সঙ্গে জুন মালিয়া কথাবার্তা বলছেন। সম্প্রতি তাঁর ওয়ার্ডে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে জুনকে। এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও অভিযোগ ওই তৃণমূল নেতার।

আরও পড়ুন- ঢাকার বাতাসে ‘বিষ’, মাত্রাছাড়া দূষণে কমছে আয়ু, ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা

জুন মালিয়াকে 'সতর্ক' করতে এবার দলের জেলা সভাপতিকেই ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন ওই তৃণমূল নেতা। তৃণমূলের এই তারকা বিধায়কের বিরুদ্ধে সরাসরি জেলা সভাপতিকে নালিশ জানিয়েছেন শাসকদলের সংখ্যালঘু সেলের নেতা মোজাম্মেল হোসেন।

tmc Mamata Banerjee West Bengal June Malia TMC MLA Midnapur
Advertisment