Lok Sabha Election 2024 TMC: একুশের বিধানসভা ভোটে 'বহিরাগত' ইস্যুতে বিজেপিকে বিঁধেছিল তৃণমূল। পাল্টা জোড়া-ফুলের স্লোগান ছিল 'বাংলার ঘরের মেয়েকেই চায়'। গত তিন বছরে গঙ্গা দিয়ে অনের জল গড়িয়েছে। দুয়ারে লোকসভা ভোট। ফের সামনে এল 'বহিরাগত' ইস্যু। এদিন ব্রিগেডে জনগর্জন সভার মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণে 'বহিরাগত' শব্দের প্রয়োগ করেছেন তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক। জনতার উদ্দেশে তৃণমূল 'সেনাপতি'র প্রশ্ন ছিল তাঁরা দিদি নাকি মোদীর গ্যারান্টিতে ভরসা রাবেন?
অভিষেকের পর মঞ্চে ভাষণ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের শেষেই অপেক্ষা করছিল 'চমক'। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন। দেখা যাচ্ছে, তৃণমূল প্রার্থী করেছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদকে। আসানসোল থেকে ফের প্রার্থী করা হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। এঁরা তিনজনই থাকেন বাংলার বাইরে।
উফসুফ, কীর্তি বা শত্রুঘ্ন- এঁরা পরিচিত মুখ। ফ্যান ফলোয়ার রয়েছে। যাকে পুঁজি করে বহরমপুর, বর্ধমান দুর্গাপুর ও আসানসোলে বাজিমাতের চেষ্টায় জোড়া-ফুল বাহিনী।
বহরমপুর কেন্দ্র তৃণমূলের কাছে প্রেসটিজ ফাইট। এই কেন্দ্রে গত পাঁচবার জয়ী বঙ্গ রাজনীতিতে 'রবিনহুড' নামে পরিচিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রচণ্ড মমতা বিরোধী নামেও প্রসিদ্ধ অধীর। বাংলায় ইন্ডিয়া জোটের সম্ভাবনা বিনাশ হতেই তৃণমূলকে ওই কেন্দ্রে জেতার চ্যালেঞ্জ ছুড়েছিলেন অধীরবাবু। মুখে না বললেও তৃণমূল সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। গুজরাটের বরোদরার বাসিন্দা ইউসুফ পাঠানকে প্রার্থী করল।
বর্ধমান দুর্গাপুরে গতবার বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া জিতেছিলেন। যা ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। এবার ওই কেন্দ্রে প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার তথা বিহারের পূর্ণিয়ার আদি বাসিন্দা কীর্তি আজাদকে। প্রার্থী পদ ঘোষণার পরই কীর্তি বলেছেন, 'সেই সময় অল্প বয়স ছিল। বিজেপিতে চলে যাই। পরে ভুল বুঝে কংগ্রেস গিয়েছিলাম।' এখন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ মমতাই বলে দাবি করেছেন কীর্তি। বলেছেন, '১৯৮৩-র বিশ্বকাপ জিতেছি ভারতীয় দলের হয়ে। দেশের জন্য খেলতাম সেই দলে সব ধর্মের প্লেয়ার ছিল। সেটাই ছিল ভারত। কিন্তু আজকের ভারতে ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই। যে রাজ্য তোমার দখলে নেই তা যেভাবেই হোক দখল কর।'
অন্যদিকে বাবুল সুপ্রিয়র পদত্যাগের পর উপনির্বাচনে আসানসোল থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের শত্রুঘ্ণ সিনহা। 'বিহারীবাবু'কে ফের প্রার্থী করেছেন মমতা-অভিষেক। তাঁর আদি নিবাস বিহার হলেও বর্তমানে থাকেন মুম্বাইতে।