Advertisment

ত্রিপুরায় গোহারা হার তৃণমূলের, হাসি যেন চাপতে পারছেন না বঙ্গের পদ্ম নেতারা!

ত্রিপুরার উপনির্বাচনে তৃণমূলের ভরাডুবিতে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
West bengal bjp criticise tmc

ত্রিপুরার উপনির্বাচনে তৃণমূলের ভরাডুবিতে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি।

ত্রিপুরায় তৃণমূলের ভরাডুবিতে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। দলের নেতাদের ফেসবুক-টুইটার অ্যাকাউন্ট-জুড়ে তৃণমূলকে কটাক্ষের বন্যা বয়ে যাওয়ার জোগাড়! সুযোগ বুজে জোড়াফুলকে কটাক্ষ করতে ফের একবার ময়দানে শুভেন্দু অধিকারীও। 'কাউন্সিলররাও এর চেয়ে বেশি ভোট পায়', টুইটে বাংলার শাসকদলকে বেনজির কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার।

Advertisment

ত্রিপুরার উপনির্বাচনের চার কেন্দ্রেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। পড়শি রাজ্যের ভোটে এবার ভালো ফলের আশায় বুক বেঁধেছিলেন বাংলার শাসকদলের নেতারা। ভোটের আগে ত্রিপুরার মাটি আঁকড়ে পড়েছিলেন রাজ্যের তাবড় নেতারা। তবে ভোটের ফল বেরনোর পর তাঁদের হতাশা ছাড়া হাতে আর কিছুই নেই। ত্রিপুরার চার কেন্দ্রেই গোহারা হেরেছে তৃণমূল, জামানত জব্দ হয়েছে। চারটি কেন্দ্রেই চার নম্বরে রয়েছেন জোড়াফুলের প্রার্থী। দলের এই ফলাফল পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূলের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

তবে সুযোগ বুঝে এদিন ফের একবার তৃণমূলকে কটাক্ষ করতে সময় খরচ করেননি পদ্ম নেতা শুভেন্দু। এদিন টুইটে স্বাভাবসিদ্ধ ঢঙেই তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লিখেছেন, ''আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, সাম্প্রদায়িক তোষণকারী, কাটমানিখোর, পারিবারিক রাজনৈতিক (প্রাইভেট লিমিটেড) দলকে নিজের সঠিক জায়গা দেখানোর জন্য ত্রিপুরাবাসীকে অন্তরের অন্তস্থল থেকে প্রণাম নিবেদন করি। মা ত্রিপুরেশ্বরীর কৃপায় ত্রিপুরাবাসী তোলামূলের কালো ছায়া মাড়ায়নি।''

অপর একটি টুইটে শুভেন্দু এদিন আরও লিখেছেন, ''ত্রিপুরার ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল, তৃণমূল ৪টি আসনেই ৪ নম্বর স্থানে বিরাজমান। পশ্চিমবঙ্গের টাকা বয়ে নিয়ে গিয়ে ত্রিপুরায় বেহিসাব খরচ করার ফল হলো ২.৮% ভোট পেয়ে নোটা-কে হারিয়েছে। কাউন্সিলরও এর চেয়ে বেশি ভোট পায়।''

আরও পড়ুন- এক ব্যক্তি এক পদ, তৃণমূলে নয়া কমিটি ঘিরে বিরাট টানাপোড়েন, কঠিন অঙ্ক!

অন্যদিকে, বিজেপি নেতা অনুপম হাজরাও ফেসবুকে ত্রিপুরায় তৃণমূলের শোচনীয় ফল নিয়ে কটাক্ষ করেছেন। অনুপম লিখেছেন, ''ত্রিপুরা উপনির্বাচনের চারটি আসনের মধ্যে চারটিতেই নোটাকে হারিয়ে পরবর্তী বিধানসভা নির্বাচনে সরকার গঠনের প্রবল সম্ভানা তৈরি করল তৃণমূল!!!''

West Bengal Suvendu Adhikari bjp tmc Mamata Banerjee tripura
Advertisment