Advertisment

লজ্জায় মাথা হেঁট আরাবুলের! ভাঙড়ে ভোটের ফল শুনেই যা বললেন...

এযেন বিরাট 'হার' আরাবুলের!

author-image
IE Bangla Web Desk
New Update
tmc lost in bhangar polerhat 2 panchayat arabul says its can happening

আরাবুল ইসলাম।

এযেন বিরাট হার আরাবুলের! নাকের ডগায় সাফল্য হাতছাড়া দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার। খাস নিজের গ্রামের পঞ্চায়েতেই জমি রক্ষা কমিটির কাছে হার স্বীকার করতে হল আরাবুল ইসলামকে। ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। পঞ্চায়েতের দখল নিল জমি রক্ষা কমিটি।

Advertisment

নিজের খাস তালুকে এযেন লজ্জার হার তৃণমূলের। মঙ্গলবার ভোট গণনাকেন্দ্রেই ছিন আরাবুল ইসলাম। তবে পোলেরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষণা হতেই খানিকটা যেন মুষড়ে পড়েছিলেন। যদিও ভাঙড়ের বাকি ৯টা পঞ্চায়েতেই এগিয়ে তৃণমূলই। এদিন এপ্রসঙ্গে আরাবুল বলেন, 'পোলেরহাট ২ নং পঞ্চায়েত ছাড়া বাকি ৯টিতে তৃণমূলই বোর্ড গড়বে। একটাতেই হেরেছি।'

আরও পড়ুন- কেষ্টকে কেস খাইয়েছিলেন! তাও শিবঠাকুরের স্ত্রীকেই প্রার্থী করে তৃণমূল, ফল কী হল?

উল্লেখ্য, ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সময়েই ওই এলাকায় জমি, জীবিকা ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে এলাকার তৃণমূলের সঙ্গে তাঁদের জোরদার টক্কর শুরু হয়। এর আগে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটেও লড়েছিল তাঁরা।

আরও পড়ুন- ফল প্রকাশের ট্রেন্ডে কে কোথায় দাঁড়িয়ে? সাফল্যের চূড়ায় TMC! বাকিরা কে কোথায়?

যদিও সেবার কলকাতা হাইকোর্টের নির্দেশে হোয়াটসঅ্যাপে মনোনয়নপত্র পেশ করতে সক্ষম হয়েছিল তাঁরা। এবার পরিস্থিতি কিছুটা আলাদা ছিল। মনোনয়নপত্র দাখিলের পর প্রচারও চলে জোরকদমে। তাতেই সলাফল্য। পোলেরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিল জমি রক্ষা কমিটি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুশুম্বা গ্রামে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। যা নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে বীরভূমের রাজনীতিতে। 'দুর্নীতির বিরুদ্ধে মানুষের এই জয়', উচ্ছ্বাসে ভেসে বললেন গেরুয়া দলের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- টেনে ছেঁড়া হল BJP-র মহিলা প্রার্থীর পোশাক, অভিযুক্ত TMC, দেখুন নক্কারজনক ভিডিও

Bhangar West Bengal panchayat election 2023 panchayat election bjp arabul islam tmc Mamata Banerjee
Advertisment