এবার তিনদিনের মেঘালয়ে সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে সঙ্গে নিয়ে আজই মেঘালয়ে পৌঁছচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই উত্তর-পূর্বের এই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে মেঘালয়ে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোই চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। ঝটিকা এই সফরে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা-অভিষেক।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরের কয়েকদিন আগেই মেঘালয়ে পৌঁছেছেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। দলের তরফে মেঘালয়ের দায়িত্ব মানসের কাঁধেই সঁপেছেন তৃণমূল সু্পিমো। দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে ঢালাো উদ্যোগ নিয়েছে মেঘালয় তৃণমূল কংগ্রেস। শিলংয়ে আজ দুপুরে বর্ণাঢ্য ঢঙে স্বাগত জানানো হবে মমতা-অভিষেককে। জানা গিয়েছে, আগামিকাল শিলঙে কর্মিসভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো।
এই মুহূর্তে মেঘালয়ের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। আগামী দিনে পাহাড়ি এই রাজ্যে তৃণমূলকে শাসকদলের স্থান দিতেই কোমর বেঁধে লড়াইয়ে নামছে তৃণমূল। সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর। মেঘালয় তৃণমূলের প্রধান মুখ বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা। সাংমাকে সঙ্গে নিয়েই মেঘালয়ে সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল।
আরও পড়ুন- বাংলার আনিসকে সম্মান হায়দ্রাবাদে, নজিরবিহীন উদ্যোগ SFI-এর
কিছুদিন আগেই মেঘালয়ে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশাল জনসভা করেছিলেন অভিষেক। তার ঠিক কয়েকদিনের মাথায় মমতা-অভিষেকের এই যৌথ সফর। তিন দিনের মেঘালয় সফরে এবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা-অভিষেকের। মঙ্গলবার শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূলের রাজ্য সম্মেলন করার কথা রয়েছে। আগামিকাল বিকেলেই প্রি ক্রিসমাস উপলক্ষে আরও একটি কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল সু্প্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ওই অনুষ্ঠানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
তবে এবার মমতা-অভিষেকের যৌথ মেঘালয় সফর রাজনৈতিক দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা-অভিষেকের যৌথ সফরে মেঘালয় রাজনীতিতে কী বড়সড় চমক অপেক্ষা করছে? উত্তর-পূর্বের এই রাজ্যে তৃণমূলের শক্তি আরও বাড়াতে অন্য দল ছেড়ে হেভিওয়েট কেউ জোড়াফুলে নাম লেখাচ্ছেন? সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।