Advertisment

তৃণমূলের লোকজনের জন্য যেন কোনও কারখানার গেট বন্ধ না হয়: মমতা

লোকসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ সভায় দলেরএই একাংশের নেতা-কর্মীদের কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mamata Banerjee Kolkata Netaji Indoor Stadium Rally

মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ সভায় দলেরএই একাংশের নেতা-কর্মীদের কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর। "আমার কানে যেন না আসে তৃণমূলের ফাইটের জন্য কোনও কারখানার গেট বন্ধ হয়েছে।" বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মন্ত্রী-বিধায়ক-সাংসদদের নিয়ে জরুরি সভায় এভাবেই দলের একাংশের 'অবাধ্য' নেতা-কর্মীদের সতর্কতার পাঠ দলনেত্রীর। একইসঙ্গে পুলিশি নির্ভরতা কমানোর কথাও শোনা গেল খোদ পুলিশমন্ত্রীরই মুখে।

Advertisment

দলের একাংশকে সতর্ক করে কী বার্তা মমতার?

"আমার কানে যেন না আসে তৃণমূলের ফাইটের জন্য কোনও কারখানার গেট বন্ধ হয়েছে। শ্রমিক সমস্যা থাকলে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলুন। ঋতব্রত, দোলা সেনদের সঙ্গে কথা বলতে পারেন। একজন বিধায়ক গিয়ে কারখানার গেট বন্ধ করে দিলেন এটা ঠিক নয়। আমি সবাইকে সতর্ক করছি। আপনি ৫ টাকা নিলে ৫০০ কোটি টাকার বদনাম হচ্ছে। বিজেপি যেতেতু সরকাকে আছে, ওরা লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিলেও কেউ প্রশ্ন করে না। তৃণমূলের লোকজনের জন্য যেন কারখানার গেট বন্ধ না হয়।"

পুলিশে নির্ভরশীলতা কমাতে হবে? ঠিক কী বলতে চাইলেন মুখ্যমন্ত্রী?

"এত কাজ করার পরেও বিজেপি, সিপিমের জ্ঞান শুনতে হবে? বদলা নিতে হবে। বদলা মানে রাজনৈতিক বদলা। রাজনৈতিকভাবে প্রতিটি বুথে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিন। ব্লকে ব্লকে টাকা নিয়ে বসে আছে বিজেপির সংগঠনগুলো। বিভিন্ন জায়গায় লক্ষ্য রাখুন। সবসময় পুলিশের উপর নির্ভর করলে হবে না। ক্লাব, পুজো কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।"

Mamata Banerjee tmc loksabha election 2024
Advertisment