তৃণমূলের মিশন মেঘালয়। উত্তর-পূর্বের রাজ্যে দলের কর্মী সম্মেলনের মঞ্চেও তৃণমূল সুপ্রিমোর নিশানায় বিজেপি। গত ৫ বছরে মেঘালয়ে কোনও উন্নয়ন করেনি বিজেপি, কেন্দ্রের শাসকদলকে তীব্র আক্রমণ করে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলঙে তৃণমূলের কর্মী সম্মেলনের মঞ্চে দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে পাশে বসিয়ে তাঁর গ্রেফতারি-পর্বেরও কড়া নিন্দায় সরব হয়েছেন তৃণমূলনেত্রী।
গোয়া, ত্রিপুরার পর এবার তৃণমূলের নজরে মেঘালয়। তিন দিনের সফরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মেঘালয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মেঘালয়ে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শিলঙে আজ দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার গেরুয়া দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী।
মেঘালয়েও বঞ্চনার অভিযোগ মমতার। উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে বিজেপি গত ৫ বছরে কোনও উন্নয়ন করেনি বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। তাঁর কথায়, ''এখানে ৫ বছরে কিছুই করেনি বিজেপি। কেন মেঘালয়কে অবহেলা করেছে বিজেপি? উত্তর-পূর্ব ভারতকে কেন অবহেলা কেন্দ্রের? বিজেপি কেন ক্রিসমাসের ছুটি বাতিল করল? এটা দুর্ভাগ্যজনক।'' বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা ভোট। সেপ্রসঙ্গে মমমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া দলকে বিঁধে এদিন বলেন, ''ভোটের আগে অনেককে দেখা যায়। দেখবেন কত প্রতিশ্রুতি দিচ্ছে। কেন ওরা ভোটের আগে আসে না?''
বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে এদিন তৃণমূলনেত্রীর মুখে বারবার এসেছে বাংলার প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ মমতার। তাঁর কথায়, ''পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতার অপব্যবহার করে যা খুশি তাই করছে। বাংলায় সরকার গড়তে সবরকম চেষ্টা করেছিল। বিজেপির সব চেষ্টা ব্যর্থ হয়েছে।''
আরও পড়ুন- আবাস যোজনায় বিস্তর বেনিয়ম, নড়েচড়ে বসল নবান্ন, কড়া নির্দেশিকা মুখ্যসচিবের
এদিন শিলঙে তৃণমূলের কর্মী সম্মেলনের মঞ্চে মমতা-অভিষেকের সঙ্গেই ছিলেন দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। সম্প্রতি গুজরাট পুলিশ পরপর দু'বার তাঁকে গ্রেফতার করে। যদিও এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে একটি টুইট করেছিলেন গোখলে। সেই টুইটের জেরেই পরপর দু'বার সাকেতকে গ্রেফতার হতে হয়। এদিনও সাকেত গোখলের গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে এব্যাপারে প্রধানমন্ত্রীকেই নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ''নেতা হলে ধৈর্য বাড়াতে হবে। নেতা হলে ধৈর্য থাকতে হয়, সহ্য করতে হয়।''
এরই পাশাপাশি এদিন শিলঙে দাঁড়িয়ে বাংলায় তৃণমূল জামানার উন্নয়নমূলক একাধিক প্রকল্পের উদাহরণ টেনেছেন মমতা। তৃণমূল সুপ্রিমোর এই একই উদ্যোগ দেখা গিয়েছিল এর আগে গোয়া ও ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগেও। ওই দুই রাজ্যেও বাংলায় তৃণমূল আমলের উন্নয়নের ফিরিস্তি দিয়ে ভোট চেয়েছিলেন মমতা। যদিও সেখানে সাফল্য আসেনি। তাই মেঘালয় দখলের লড়াইয়েও ফের একবার তৃণমূলনেত্রীর সেই প্রচেষ্টা আদৌ কাজে দেবে কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।