Advertisment

TMC Manifesto For Lok- Sabha Election 2024: প্রতিশ্রুতির ফুলঝুরি তৃণমূলের, লোকসভা ভোটে ১০ দফা 'দিদির শপথ' কী কী?

Lok Sabha Election 2024: তৃণমূলের তরফে জানানো হয়েছে, 'ইন্ডিয়া' জোট কেন্দ্রীয় সরকার গঠন করলে 'দিদির শপথ' পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে দল।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Manifesto For Lok Sabha Election 2024 Didir Shapath, ২০২৪ লোকসভা ভোটের জন্য তৃণমূলের ইস্তেহার দিদির শপথ

Mamata Banerjee: তৃণমূল নেত্রীর ঢালাও সংকল্প।

TMC Manifesto Didir Shapath 2024: লোকসভা ভোটের প্রথম পর্বের ৪৮ ঘন্টা আগে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, সাঁওতালি (অলচিকি), নেপালি… এই ৬টি ভাষায় ইস্তেহার প্রকাশ করা হয়েছে। এই ইস্তেহারকে 'দিদির শপথ' বলে ঘোষণা করেছে জোড়া-ফুল শিবির। বাংলায় না হলেও তৃণমূল এখনও দেশব্যাপী বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের শরিক বলে প্রচারে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে জানানো হয়েছে, 'ইন্ডিয়া' জোট কেন্দ্রীয় সরকার গঠন করলে 'দিদির শপথ' পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে দল।

Advertisment

এক নজরে ১০ দফা 'দিদির শপথ'-

  • বর্ধিত আয়, শ্রমিকের সহায় - সব জবকার্ড হোল্ডারদের নিশ্চিৎ কাজের সুযোগ দেওয়া হবে। দেশ জুড়ে জবকার্ড হোল্ডাররা ৪০০ টাকা করে মজুরি দেওয়া পাবেন।
  • দেশজুড়ে বাড়ি হবে সবারই - দেশের প্রত্যেক নাগরিককে নিরাপদ পাকা বাড়ি দেওয়া হবে।
  • জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে - প্রত্যেক বিপিএল পরিবারকে বিনামূল্যে বছরে ১০টি করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে।
  • অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন - প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ডে ৫ কেজি করে রেশন বিনামূল্যে।
  • আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার - প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের, অন্যান্য অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি, উপজাতির জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। ৬০ বছরের বেশি বয়সিদের জন্য বার্ধক্যভাতা বৃদ্ধি করে বার্ষিক ১২,০০০ টাকা করা হবে।
  • বর্ধিত আয় নিশ্চিত এবার - স্বামীনাথান কমিশনের সুপারিশ অনুসারে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনত গ্যারান্টি দেওয়া হবে। সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে ৫০ শতাংশ বেশি ধার্য করা হবে।
  • স্বল্পমূল্যে পেট্রোপণ্য - জ্বালানির দাম নিয়ন্ত্রণ করা হবে। দাম ওঠা-নামা করার জন্য 'প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড' তৈরি করা হবে।
  • যুবশক্তির গর্জন - ২৫ বছর পর্যন্ত সকল স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরে শিক্ষানবীশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি অর্থনৈতিক দৃঢ়তা দেওয়ার জন্য মাসিক বৃত্তি প্রদান করা হবে।
  • স্বচ্ছ আইন, স্বাধীন ভারত - সিএএ বিলুপ্ত করা হবে। এনআরসি বন্ধ করা হবে। দেশজুড়ে ইউসিসি প্রয়োগ করা হবে না।
  • এগিয়ে বাংলা, এগিয়ে ভারত - কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে উন্নততর স্বাস্থ্যসাথী বিমা প্রদান করা হবে। যা ১০ লক্ষের স্বাস্থ্য বিমার সুবিধা দেবে।
2024 General Election tmc Election manifesto loksabha election 2024
Advertisment