/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Biriyani-Egg-Rice.jpg)
খেয়েদেয়ে ধর্মতলার উদ্দেশে রওনা দিচ্ছেন কর্মী-সমর্থকরা।
একুশের শহিদ স্মরণ সমাবেশকে অনেকে কটাক্ষ করেন ডিম্ভাত দিবস হিসাবে। কারণ, তৃণমূল কর্মী-সমর্থকদের নাকি সভার পর ডিম ভাত খেতে দেওয়া হয়। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম-ঠাট্টার ছড়াছড়ি। তবে এবছর ডিম-ভাত আছে কি না জানা নেই, কিন্তু কর্মীদের জন্য বিরিয়ানির বন্দোবস্ত রয়েছে।
শিখ খালসা সংগঠনের তরফে স্বেচ্ছাসেবকরা দূর-দূরান্ত থেকে আগত তৃণমূল কর্মী-সমর্থকদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছে। অন্তত ২০-২৫ হাজার কর্মী বিরিয়ানি খেতে পারবেন, এমনটাই জানিয়েছে সংগঠনের সদস্যরা। রয়েছে ২০ হাজার লিটার পানীয় জলের ব্যবস্থা। খাওয়া-জলের যাতে কোনও অসুবিধা না হয় তা সুনিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবকরা।
আরও পড়ুন একুশের মঞ্চেই তৃণমূলে ‘ঘরওয়াপসি’ শোভন-বৈশাখীর? তুঙ্গে জল্পনা
এছাড়াও বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে খিচুরি, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পিকনিকের মেজাজ। ত্রিপল খাটিয়ে চলছে রান্নার আয়োজন। করছেন তৃণমূলের কর্মীরাই। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বাস-গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে পুলিশ। আর সেখানেই চলছে এলাহি খানাপিনার আয়োজন।
বৃষ্টি-দুর্যোগ উপেক্ষা করে একুশের সমাবেশে জনজোয়ার।
Express Video: Partha Paul#21JulyTMCSahidDiwas#21JulyShahidDibaspic.twitter.com/dVGQl6kRzg— Indian Express Bangla (@ieBangla) July 21, 2022
আরও পড়ুন গবেষণায় উঠে এল বাংলার ‘চপ শিল্প’, মালদার ছাত্রীর কাণ্ডে শোরগোল
মেনুতে রয়েছে ডিম-ভাত, ডাল, আলু পোস্ত, মুরগির মাংস। এখানেই খেয়েদেয়ে ধর্মতলার উদ্দেশে রওনা দিচ্ছেন কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, কলকাতার সব রাস্তা আজ ধর্মতলামুখী। শিয়ালদহ স্টেশন পেরিয়ে মৌলালি হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে বিপুল সংখ্যায় তৃণমূল কর্মী-সমর্থকদের গন্তব্য ধর্মতলা। একসঙ্গে এত মানুষ রাস্তা ধরে হেঁটে যাওয়ার জন্য বাধ্য হয়েই শিয়ালদহ-মৌলালি-এসএন ব্যানার্জি থেকে ধর্মতলায় যাওয়ার রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।