West Bengal Weather Update: আজ একুশে জুলাই। কলকাতার ধর্মতলায় শাসকদলের শহিদ সভাস্থলে সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে তৃণমূলের কর্মী সমর্থকদের। জেলা থেকে কাতারে কাতারে শাসকদলের কর্মী-সমর্থকরা কলকাতায় এসে ভিড় জমাতে শুরু করেছেন। আজ দিনভর শহর কলকাতার আবহাওয়া কেমন থাকবে? তা নিয়েই রইল লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
আবহাওয় দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার তৃণমূলের শহিদ সভার (21 July TMC Martyrs Day) দিনে শহর কলকাতাতেও বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহানগরী তিলোত্তমায়। আজ দিনভর কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- 21 July TMC Martyrs Day Live Updates: কলকাতায় জনস্রোত, সকালেই ফুলচার্জড তৃণমূল, উত্তরবঙ্গ থেকে রেকর্ড জমায়েত?
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়া:
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামিকাল অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে বেশি।
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট
বৃষ্টি চলবে উত্তরেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আজ ও আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।