ব্লক সভাপতি ইস্যুতে এর আগে নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। এবার বিধানসভায় এমন প্রশ্ন করলেন যে বিড়ম্বনায় পড়তে হল দলকেই। কথা হচ্ছে বিধায়ক আবদুল করিম চৌধুরির। বিধানসভায় মুখ্যমন্ত্রী কেন নিয়মিত আসেন না, সেই প্রশ্ন তুলে তিরস্কারের মুখে পড়তে হল প্রবীণ বিধায়ককে।
বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে অন্যতম প্রবীণ বিধায়কের তোলা প্রশ্নে পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত বিড়ম্বনায় পড়তে হল তৃণমূল নেতৃত্বকে। বিধানসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের উপস্থিতি নিয়ে নিয়ম করে সতর্ক করা হয় শাসকদলের তরফ থেকে। মঙ্গলবার সেই বৈঠক ছিল। কিন্তু সেখানেই মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন আবদুল করিম চৌধুরি।
তৃণমূল সূত্রে খবর, বিধায়ক সেই বৈঠকে বলেন, "মুখ্যমন্ত্রী কেন আসেন না? যদি তিন-চার দিন আসতেন, এক ঘণ্টা করেও থাকতেন, তা হলে ভালই হত।" বিধায়কের এই কথা কানে যেতেই তাঁকে প্রায় ধমক দিয়ে বসিয়ে দেন বৈঠকে উপস্থিত দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এই বিষয়ে আবদুল করিম চৌধুরি বলেন, "মুখ্যমন্ত্রী অধিবেশনে থাকলে, সভার গুরুত্ব বাড়ে, গ্ল্যামার বাড়ে। তাই বলেছি।"
আরও পড়ুন তুমুল উত্তেজনা কলেজ স্ট্রিটে, SFI-TMCP সংঘর্ষে ধুন্ধুমার-কাণ্ড
সূত্রের খবর, পরিষদীয় বৈঠকে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সিরা বিধায়কদের উদ্দেশে বলেছেন, বিরোধীদের মোকাবিলায় দলকে সংযত থাকতে হবে। কোথাও এমন কোনও আচরণ চলবে না, যাতে দল বা সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়। এর পর ইসলামপুরের বিধায়ক বৈঠকে বলে বসেন, "আমি ১১ বারের বিধায়ক। অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখেছি, তাঁরা আসতেন।"
তখনই তাঁকে থামিয়ে দেন সুব্রত বক্সি। বলেন, "হ্যাঁ, আমরা জানি, বসুন আপনি।" বিধায়ককে চুপ করিয়ে দিলেও তাঁর প্রশ্নে স্বভাবতই বিড়ম্বনায় পড়েছে শাসকদল।