Advertisment

'সবাই রাজা হতে চাইছেন, কিন্তু...!' মন্ত্রীর সামনেই বিস্ফোরক চিরঞ্জিত, তৃণমূলে শোরগোল

বিজয়া সম্মিলনীতে মুখ খুললেন তিনবারের বিধায়ক তথা অভিনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Barasat,Chiranjeet Chakraborty,Dilip Ghosh,TMC,SSC Scam,DISTRICT,North 24 Parganas,নিয়োগ দুর্নীতি, চিরঞ্জিৎ চক্রবর্তী, তৃণমূল, বিজেপি, বারাসাত, উত্তর ২৪ পরগনা

কর্মী-সমর্থকদের সতর্ক হওয়ার বার্তা দিলেন বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

একের পর এক দুর্নীতিতে বিদ্ধ রাজ্যের শাসকদল। তৃণমূলের নেতা-মন্ত্রীরা যখন একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন সেই সময় কর্মী-সমর্থকদের সতর্ক হওয়ার বার্তা দিলেন বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বিজয়া সম্মিলনীতে জানালেন, সবার উপর নাজর রাখছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একেবারে পাখির চোখ দিয়ে দেখা হচ্ছে। তাতে সব খুঁত, বিচারধারা, লোভ ধরা পড়ে যাচ্ছে।

Advertisment

প্রসঙ্গত বারাসতের বামনগাছিতে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে অংশ নিয়েছিলেন বিধায়ক। সেখানেই এই মন্তব্য করেন চিরঞ্জিৎ। বলেন, "দলে যাঁরা নীতি মেনে চলছেন না, তাঁদের উপর নজর রাখছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। একেবারে বার্ডস আই ভিউ। সমস্ত খুঁত, সমস্ত বিচারধারা, লোভ ধরা পড়ে যাচ্ছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন কে সাদা আর কে কালো।"

ওই সম্মিলনীতে উপস্থিত ছিলসেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষও। তাঁর সামনেই এই মন্তব্য করেন চিরঞ্জিত। সভায় পঞ্চায়েত সদস্যার স্বামী, ভাইয়ের মাতব্বরি নিয়েও সরব হয়েছেন বারাসতের তিনবারের বিধায়ক। বলেছেন, "রাজা আর নীতি এই নিয়ে রাজনীতি। এর মধ্যে বহু মানুষ নীতি মানছেন না। কিন্তু রাজা হওয়ার শখটাও ছাড়ছেন না। সবাই রাজা হতে চাইছেন। কিন্তু নীতি মানছেন না। উপর থেকে যাঁদের দেখার, তাঁরা দেখছেন।"

আরও পড়ুন দুই তাপস-সুদীপ-সৌগত-মদন বিদ্রোহ-কটাক্ষে বেলাগাম, তৃণমূলের নয়া কৌশল?

চিরঞ্জিতের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়তেই পাল্টা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বলেছেন, "উনি আছেন কোথায়! মাঝে মধ্যে দেখতে ইচ্ছা করে। মাঝে মাঝে বিবৃতি দেন। অনেকে আজকাল বিবৃতি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন তৃণমূলে। সেটা ওঁদের সমস্যা। কে, কাকে দেখছে, আমার মনে হয় না কেউ কাউকে দেখছে। কিন্তু সবাইকে ভগবান দেখছেন। যে তরজা চলছে ওই দলে আর কিছু আছে বলে মনে হয় না।"

tmc bjp Mamata Banerjee West Bengal Chiranjeet Chakraborty
Advertisment