কলকাতায় আসার পথে দুর্ঘটনার কবলে কালনার বিধায়ক, মাথায় পেলেন চোট

একে নিছক দুর্ঘটনা মানতে নারাজ তৃণমূল নেতারা।

একে নিছক দুর্ঘটনা মানতে নারাজ তৃণমূল নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জখম হলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ।

কলকাতায় আসার পথে দুর্ঘটনার কবলে গাড়ি। জখম হলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। মাথায় চোট লাগে তাঁর। আহত বিধায়ককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। আপাতত সুস্থ আছেন বিধায়ক।

Advertisment

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গাড়িতে চেপে কলকাতা উদ্দেশে রওনা হন কালনার বিধায়ক। হুগলির করোলার মোড়ের কাছে আচমকা বিধায়কের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে একটি ডাম্পার। বিধায়কের গাড়ি সজোরে ধাক্কা মারে ডাম্পারটিকে।

ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বিধায়কের গাড়ির সামনের অংশ। মাথায় চোট পান দেবপ্রসাদ বাগ।

Advertisment

এরপর কালনায় ফিরে যান বিধায়ক। সেখানে ফেরার পর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে একে নিছক দুর্ঘটনা মানতে নারাজ তৃণমূল নেতারা। ঘটনার তদন্তের দাবি জানিয়েছে কালনার তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন হাওড়া বিলে রাজ্যপালের সই ‘বিভ্রান্তি’! হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলের ভুল স্বীকার

প্রসঙ্গত, কিছুদিন আগেই বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তৃণমূল সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়। হাতে আঘাত পান সায়ন্তিকা।

TMC MLA Kalna Road Accident