Advertisment

'নতুনরা মধু খেতে এসেছে!', ডেপুটি স্পিকারের মন্তব্য ভাইরাল হতেই অস্বস্তি তৃণমূলের

মমতা বন্দোপাধ্যায়ের পা ধরে ফেলে যোগদান করছেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC MLA warns Mamata Banerjee over block president selection

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের বিতর্কিত মন্তব্য ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়ের। এবার তৃণমূল নতুন আসা নেতা-কর্মীরা মধু খেতে এসেছেন বলে তিনি দাবি করেন। এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

Advertisment

সামনে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে অঞ্চলে অঞ্চলে চলছে কর্মী সম্মেলন। দিন কয়েক আগেই কাষ্ঠগড়া অঞ্চল সম্মেলনে রামপুরহাটের বিধায়ক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় কার্যত পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলরদের দুর্নীতিগ্রস্ত বলে ফেলেছিলেন। এবার নতুনদের মধু খেতে আসার সঙ্গে তুলনা করে বিতর্কে করলেন।

রবিবার বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের মাসরা অঞ্চলে ছিল কর্মিসভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আশিসবাবু বলেন, "একটা সময় ছিল যখন কেউ তৃণমূলের পতাকা ধরতে সাহস পেত না। ভয়ে কাঁপত। তৃণমূল ক্ষমতায় আসার পর তাঁরাই এখন ফলে যোগদান করছেন মধু খেতে। তবে একটা জিনিস ভাল লাগছে তাঁরা মমতা বন্দোপাধ্যায়ের পা ধরে ফেলে যোগদান করছেন। সেই জন্য তাঁদের ধন্যবাদ"।

প্রসঙ্গত, ২১ মার্চ বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি করা হয় সৈয়দ সিরাজ জিম্মিকে। একসময় জেলা কংগ্রেস সভাপতি ছিলেন জিম্মি। লোকসভা নির্বাচনের আগে ২০১৯ সালের মার্চ মাসে তিনি তৃণমূল যোগদান করেন। কিন্তু আশিসবাবুর সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই ভাল নয়। ফলে তাঁকে মঞ্চে বসিয়ে আশিসবাবু একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন। যদিও আশিসবাবুর আজকের মন্তব্য তাঁকে উদ্দেশ্য করে কিনা পরিষ্কার নয়। কারণ এনিয়ে আর কোনও মন্তব্য করতে চাননি তিনি।

আরও পড়ুন ত্রিপুরায় গোহারা হার তৃণমূলের, হাসি যেন চাপতে পারছেন না বঙ্গের পদ্ম নেতারা!

জিম্মি বলেন, "আশিসবাবুর মন্তব্যের ব্যাখ্যা আমি দিতে পারব না। তবে আমি মনে করি এখনও যাঁরা দলে আসছেন তাঁরা মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে এবং দলকে ভালবেসে আসছেন"। বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "আশিসবাবু কোন উদ্দেশ্যে এবং কাকে বলতে চেয়েছেন তার ব্যাখ্যা উনিই দেবেন। তবে জেলা থেকে রাজ্যে দলে করা যোগদান করবেন সেটা দলের উপরের নেতারা ঠিক করেন। তাঁরা ভাল বুঝেই নিশ্চয় যোগদান করান"।

tmc Mamata Banerjee
Advertisment