Advertisment

Humayun Kabir: 'শুধরে যান, নাহলে...!', ফের বেলাগাম হুমায়ুন, এবার ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি, নিশানায় কে?

Humayun Kabir TMC: বঙ্গভঙ্গ বিতর্কে রাজ্য-রাজনীতি উত্তাল। এবার সেই ইস্যুতেই দুই বিজেপি বিধায়কের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Humayun Kabir, TMC

Humayun Kabir: তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

Humayun Kabir TMC: বঙ্গভঙ্গ বিতর্কে রাজ্য-রাজনীতি উত্তাল। এবার সেই ইস্যুতেই দুই বিজেপি বিধায়কের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।

Advertisment

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পশ্চিমবঙ্গের তিন জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা বলে আগেই বিতর্ক উসকে দিয়েছিলেন। তার পর সুরেই সুর মিলিয়ে মুর্শিদাবাদ এবং নদিয়ার বৃহত্তর অঞ্চলকে প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে জুড়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন মুর্শিদাবাদ এবং বহরমপুরের দুই পদ্ম বিধায়ক। মঙ্গলবার সেই দুই বিধায়কের ঠ্যাং ভাঙার হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

মুর্শিদাবাদ এবং বহরমপুরের দুই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র বিজেপি সাংসদের সুরে রাজ্যভাগের পক্ষে সওয়াল করেন। এই ইস্যুতে দুই বিধায়কের ঠ্যাং ভাঙার হুমকি দিয়েছেন হুমায়ুন (Humayun Kabir)। পাল্টা সুব্রত মৈত্রর হুঁশিয়ারি, 'মুখে নয়, পারলে কাজে করুন।'

কী বলেছেন হুমায়ুন কবীর?

তৃণমূল বিধায়ক মঙ্গলবার দুই বিধায়ককে হুমকি দিয়ে বলেন, 'মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক বড্ড আস্ফালন দেখাচ্ছেন। অনুরোধ করছি শুধরে যান, না হলে আগামী দিনে দুই বিধায়ককে জেলাতে মেরে ঠ্যাং ভেঙে দেব। যদি তার পরেও বাড়াবাড়ি করেন উল্টো করে টাঙিয়ে রাখা হবে।'

আরও পড়ুন Mamata Banerjee: বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা উজ্বল! বিড়লা-কর্তাকে বিরাট আশ্বাস মুখ্যমন্ত্রীর!

এই হুমকির জেরে পাল্টা আসরে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তিনি বলেছেন, 'রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলেই আমরা আতঙ্কিত। এর আগে, কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, আজ বলছেন উল্টো করে টাঙিয়ে মারা হবে। বার বার কথায় না বলে, পারলে উনি কাজে করে দেখান।'

মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেছেন, 'রাজ্যে জিহাদি শাসন চলছে। তালিবানি কায়দায় রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের জেরে যদি মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা না নেন, তাহলে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ আছে সেটা আর কেউ বিশ্বাস করবে না।'

tmc bjp Murshidabad West Bengal Humayun Kabir
Advertisment