Idris Ali: প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমান তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি (Idris Ali)। দীর্ঘদিন ধরে ক্যান্সার (Cancer) এবং বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। সেখানেই চিকিৎসা চলাকালীন গতকাল রাতে তাঁর মৃত্যু হয়েছে। ইদ্রিশ আলির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
৭৩ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি। বৃহস্পতিবার রাত ২টো ২০ নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। প্রয়াত রাজনীতিবিদের পরিবারের সদস্যদের তিনি সমবদেনা জানিয়েছেন।
আরও পড়ুন- দেব, মিমির পালা শেষ! নুসরতের আবভাব ঘিরেও তুঙ্গে গুঞ্জন
কংগ্রেস (Congress) দিয়েই রাজনৈতিক জীবন শুরু পেশায় আইনজীবী ইদ্রিশ আলির। পরবর্তী সময়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। সেবার জয়ী হয়েছিলেন তিনি।
তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল। তবে একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ইদ্রিশ আলি। জয়ী হয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। দীর্ঘ রোগভোগের পর শেষমেশ প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি।