Supreme Court-SSC Scam Case: সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন SSC নিয়োগ দুর্নীতি (SSC Job Scam) মামলায় গ্রেফতার হওয়া তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) মুর্শিদাবাদের বড়ঞার এই তৃণমূল বিধায়ককে CBI গ্রেফতার করেছিল। জামিন চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন এই তৃণমূল নেতা। শেষমেশ সর্বোচ্চ আদালত তাঁকে জামিন দিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ এপ্রিল মুর্শিদাবাদের বড়ঞার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল CBI। একটানা প্রায় তিন ধরে তাঁর বাড়ি-অফিসে তল্লাশি অভিযান চলে। সেই সঙ্গে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। তাঁর বাড়িতে তল্লাশির সময় নিজের মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন জীবনকৃষ্ণ। পরে সেই ফোন পুকুরের জল তুলে ফেলে উদ্ধার করতে হয় কেন্দ্রীয় সংস্থার কর্মীদের। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল।
আরও পড়ুন- Supreme Court: অনুমতি দিল সুপ্রিম কোর্ট, নতুন করে কোন দিকে গড়াচ্ছে সন্দেশখালির জল?
কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে উচ্চ আদালত তাঁর সেই আর্জি খারিজ করে দেয়। এরপর জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে মঙ্গলবার তাঁর জামিনের বিরোধিতা করেছিলেন CBI আইনজীবী।
আরও পড়ুন- Abhijit Ganguly: FIR খারিজ মামলা শুনলেনই না বিচারপতি জয় সেনগুপ্ত! এবার কী করবেন বিজেপির অভিজিৎ?
শেষমেশ জীবনকৃষ্ণ সাহাকে জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে জামিন পেলেও এখনই নিজের নির্বাচনী কেন্দ্র বড়ঞায় তিনি ঢুকতে পারবেন না। গতকালই বহরমপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন মিটেছে। বড়ঞা বহরমপুর লোকসভা কেন্দ্রেই অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র। ভোটের পরের দিনেই জামিনে মুক্ত জীবনকৃষ্ণ সাহা।
আরও পড়ুন- CV Ananda Bose: ফের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির নালিশ! এবার এক নৃত্যশিল্পীর অভিযোগে নবান্নে রিপোর্ট জমা