Advertisment

আরও বিপাকে তৃণমূলের জীবনকৃষ্ণ, এবার বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল নানুরের স্কুল

স্কুল শিক্ষক জীবনকৃষ্ণ নিজেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI fridged 8 bank accounts of TMC MLA Jiban Krishna Saha

নিয়োগ দুর্নীতি মামলা আরও বিপাকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন। এবার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বেতন বন্ধ করল স্কুল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বীরভূমের নানুরে দেবগ্রাম হাইস্কুলের শিক্ষক ছিলেন জীবনকৃষ্ণ। স্কুল শিক্ষক জীবনকৃষ্ণ নিজেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ।

Advertisment

জানা গিয়েছে, বিধায়ক হয়েও স্কুলে জানাননি জীবনকৃষ্ণ। বরং স্কুলের বেতন এবং বিধায়ক ভাতা নিয়ে গিয়েছেন তৃণমূল নেতা। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, বিধায়ক হওয়ার কথা স্কুল কর্তৃপক্ষকে জানাননি জীবনকৃষ্ণ। স্কুলের বেতন এবং বিধায়ক ভাতা নিয়েছেন তৃণমূল বিধায়ক। ৬ মাসের বেশি সময় ধরে স্কুলেও আসেননি জীবনকৃষ্ণ। অছচ নিয়মিত স্কুলের বেতন নিয়েছেন।

এদিকে, ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের। নিয়োগ দুর্নীতির কোনও মামলা আর শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। অবিলম্বে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এব্যাপারে তৎপরতার নির্দেশ সর্বোচ্চ আদালতের। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের নিয়োগ দুর্নীতির সব মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের।

আরও পড়ুন পুর নিয়োগে দুর্নীতি: সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বেসরকারি টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাক্ষাৎকারের তর্জমা বিচার করেই শুক্রবার ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নিতে হবে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই এই মর্মে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। অর্থাৎ, রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলাই আর শুনতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর বদলে অন্য কোনও বিচারপতিকে সেই মামলাগুলি শুনতে হবে।

tmc West Bengal WB SSC Scam Jibankrishna Saha
Advertisment