Advertisment

যাদবপুর কাণ্ড: মারাত্মক মন্তব্য! ক্যাম্পাসে সেনা নামানোর কথা মদনের মুখে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যু নিয়ে এবার সরব কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc mla madan mitras reaction on ju student death case

যাদবপুরে ছাত্র-মৃত্যু নিয়ে মুখ খুললেন মদন মিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যু নিয়ে এবার সরব কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের গাড়িতে তোলার সময় উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের উদ্দেশ্যে আঙুল দেখিয়েছিলেন এক পড়ুয়া। এই বিষয়টি নিয়ে ক্ষেপে লাল মদন মিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর একাধিক বিস্ফোরক মন্তব্য এখন জোর চর্চায়।

Advertisment

কী বলেছেন মদন মিত্র?

কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে মেয়েদের বিবস্ত্র করে যদি হল্লাবোল বলে মিছিলও করে তাহলেও আমি আশ্চর্য হব না। মিডল ফিঙ্গার দেখাচ্ছে। আমরা যদি একাজ করতাম তাহলে তো রাস্তায় বেরোতেও পারতাম না। লোকে গায়ে থুতু দিত।'

আরও পড়ুন- বড় পদক্ষেপ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কাকে বেছে নিলেন রাজ্যপাল?

তিনি আরও বলেন, 'সিসিটিভি লাগানো হবেই। যাদবপুর আলাদা রাষ্ট্র নাকি? কত নোংরামো ওখানে করেন? কত গাঁজা কত মারিজুরানা আছে ওখানে? মিডল ফিঙ্গার দেখাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় অসীম ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছেন। দরকার হলে সেনা নামিয়ে বেআইনি বহিরাগতদের প্রত্যককে গর্ত থেকে টেনে বের করতে হবে।'

আরও পড়ুন- দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে নাগাড়ে বৃষ্টি কবে থেকে? তুমুল দুর্যোগ-শঙ্কা উত্তরেও

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক পরিণতি নাড়া দিয়ে গিয়েছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। র‍্যাগিংয়ের বলি হতে হয়েছে নদিয়ার বগুলার ওই ছাত্রকে। ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তনী-সহ ১২ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, যাদবপুরে র‍্যাগিংয়ের পিছনে আরও কয়েকজনের যোগ থাকতে পারে। ধৃতদের দফায় দফায় জেরা করে তাঁদের খোঁজও চালানো হচ্ছে।

Jadavpur University West Bengal Madan Mitra army Ju Student Death
Advertisment