Advertisment

TMC Mla Oath Ceremony: তৃণমূলের সায়ন্তিকা, রায়াতদের শপথ নিতে হবে রাজভবনেই, কড়া চিঠি রাজ্যপালের

TMC Mla Oath Ceremony: লোকসভা নির্বাচনের সঙ্গে এবার ভগবানগোলা এবং বরানগর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপনির্বাচনে বরানগর কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে ভগবানগোলা থেকে জয়ী হন তৃণমূলের রায়াত হোসেন সরকার। তবে জয়ের পর থেকে এই দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে টালবাহানা জারি রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Mla Oath taking Ceremony controversy

বাঁদিকে থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সিভি আনন্দ বোস ও রায়াত হোসেন সরকার।

TMC Mla Oath Ceremony: উপনির্বাচনে জয়ী তৃণমূলের দুই বিধায়ককে রাজভবনে গিয়েই শপথ নিতে হবে। মঙ্গলবার এই মর্মে দুই বিধায়ককে চিঠি পাঠিয়েছে রাজভবন। রাজভবনের তরফে পাঠানো সেই চিঠিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করা হয়েছে।

Advertisment

লোকসভা নির্বাচনের সঙ্গে এবার ভগবানগোলা এবং বরানগর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপনির্বাচনে বরানগর কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে ভগবানগোলা থেকে জয়ী হন তৃণমূলের রায়াত হোসেন সরকার। তবে জয়ের পর থেকে এই দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে টালবাহানা জারি রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই টালবাহানা চলছে।

উল্লেখ্য, সোমবার তৃণমূলের জয়ী দুই বিধায়ক রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তাঁরা বিধানসভাতেই শপথ নিতে চান। একইসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন যে রাজ্যপাল চাইলে বিধানসভাতেই দুই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি বিধানসভাতেই শপথ নিতে চান, এই মর্মে তিনি রাজ্যপালকে চিঠিও পাঠিয়েছেন।

আরও পড়ুন- Soumitra Khan: বড় বিপাকে সৌমিত্র খাঁ, জারি গ্রেফতারি পরোয়ানা

মঙ্গলবার রাজভবনে তরফে তৃণমূলের জয়ী দুই বিধায়ককে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন, বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন রাজ্যপালই। এ ব্যাপারে রাজ্যপালের নির্দেশ না মানলে বিধায়কদের শাস্তি এবং জরিমানা হতে পারে। সেকথাও উল্লেখ করা হয়েছে রাজভবনের তরফে পাঠানো চিঠিতে।

আরও পড়ুন- Mamata writes to Modi: ‘রাজ্যকে না জানিয়ে ফরাক্কা, তিস্তা নিয়ে চুক্তি মানব না’, মোদীকে চিঠি মমতার

ভগবানগোলা এবং বরানগর বিধানসভা উপনির্বাচনের পর জয়ী তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ পর্ব এখনও আটকে আছে। রাজভবন ও বিধানসভার দড়ি টানাটানিতে আটকে রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে শেষমেষ কোন দিকে এর জল গড়ায় তা সময়ই বলবে।

TMC MLA Oath Ceremony cv ananda bose
Advertisment