করোনায় আক্রান্ত হলেন রাজ্যের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুরের মাস্টারমশাই ভর্তি হয়েছে কলকাতার বেলভিউ নার্সিংহোমে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে বয়সজনিত কারণে একটু ঝুঁকি রয়েছে তাঁর।
প্রথমে রাজ্যের শিক্ষামন্ত্রী পরে কৃষিমন্ত্রীর পদে ছিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। ২০১৬ সালে দ্বিতীয়বার বিধায়ক হন তিনি। তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন প্রবীণ রাজনীতিবিদ। উপসর্গ থাকায় কোভিড টেস্ট করান তিনি। প্রথমে রিপোর্ট নেগেটিভ আসে তাঁর।
আরও পড়ুন মৃত্যু কমল বাংলায়, সুস্থতার হারে কিছুটা স্বস্তি
শনিবার তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তাঁর লালারসের পরীক্ষা করা হয়। রবিবার সকালে জানা যায়, তিনি কোভিড পজিটিভ। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে সংঘাতের জেরে কয়েকদিন আগে দলত্যাগের হুঁশিয়ারি দিয়েছিলেন মাস্টারমশাই। তাঁর ঘনিষ্ট ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সিঙ্গুরের বিধায়ক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন