Advertisment

মমতা ঘনিষ্ঠ তারকা বিধায়ক গেলেন বাড়িতে, সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ প্রাক্তন সাংসদ কি তৃণমূলে?

বঙ্গ রাজনীতিতে গুঞ্জন তুঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc mla raj chakraborty visited barrackpores former mp and cpim leader tarit baran topdars house , ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা তড়িৎবরণ তোপদারের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন তৃণণূল বিধায়ক রাজ চক্রবর্তী

তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম।

তড়িৎ তোপদার, দোর্দদণ্ডপ্রতাপ সিপিআইএম নেতা। ব্যারাকপুরের বেশ কয়েকবারের সাংসদ। অন্যজন রাজ চক্রবর্তী, চিত্র পরিচালক। পরে রাজনীতিতে যোগদান। ২০২১ সালে তৃণণূলের প্রতীকে ব্যারাকপুরেরই বিধায়ক নির্বাচিত হয়েছেন। রাজনীতির পরিসরে এই দু'জন যুযুধান দুই শিবিরের। এবার ব্যারাকপুরের প্রাক্তন সিপিআইএম সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে আচমকা দেখা গেল তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীকে। হঠাৎ কেন এই সাক্ষাৎ? তা নিয়েই আপাতত জল্পনা তুঙ্গে।

Advertisment

তবে এই সাক্ষাৎ রাজনৈতিক নয়, নেহাতই সৌজন্য বলে দাবি দু'তরফেরই। কিন্তু, দাপুটে সিপিএম নেতার বাড়িতে তৃণমূল বিধায়কের যাওয়া নিয়ে গুঞ্জন থামছে না।

শুক্রবার প্রবীণ বাম রাজনীতিবিদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে হাজির হয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ তাঁদের কথা হয়েছে। কী নিয়ে কথা হল?

প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের পুত্র নীলাদ্রি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, চিত্রপরিচালক তথা বিধায়ক রাজ ব্যারাকপুর নিয়ে একটি ছবি তৈরি করতে আগ্রহী। সেইসব নিয়ে আলোচনার জন্যই রাজ তড়িৎবাবুর বাড়িয়ে গিয়েছিলেন। নীলাদ্রি তোপদারের কথায়, 'উনি (রাজ চক্রবর্তী) একটি তথ্যচিত্র তৈরি করবেন। তাতে বাবার নানা কাজের কথা থাকবে।সেসব নিয়ে কথা বলতেই উনি এসেছিলেন। বাবা বাড়িতেই ছিলেন। তবে ঠিক কী কথা হয়েছে তা বলতে পারব না। অফিস থেকে ফিরে এসে জানতে পারি বাবার সঙ্গে ব্যারাকপুরের রাজনীতি নিয়ে কথা হয়েছে রাজের। ব্যারাকপুরের আগে কী পরিস্থিতি ছিল, তারপর কীভাবে অবস্থার বদল ঘটলো, এসবই কথা হয়েছে বলে জেনেছি।'

দল ভিন্ন, মত ভিন্ন। বঙ্গ রাজনীতিতে দুই যুযুধান দলের দুই নেতার মধ্যে আলোচনা। তাতে রাজনীতির কথা থাকবে না? আপাতত তা নিয়েই চর্চা চলছে।

আরপও পড়ুন- ‘ঘেন্না ধরে গিয়েছে, আর নয়!’, নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের প্রধান কারিগরই বিজেপি ছাড়ছেন

tmc CPIM Raj Chakraborty Barrackpore
Advertisment