আবারও নওশাদ সিদ্দিকীকে তীব্র ভাষায় আক্রমণ শওকত মোল্লার। এবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদকে 'জঙ্গিনায়ক' বলে দুষলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। এখানেই থামেননি শওকত। নওশাদকে চাঁচাছোলা আক্রমণে শওকত আর যা যা বলেছেন, তাতে পাল্টা জবাবে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে রেখেছেন আইএসএফ বিধায়ক।
ভাঙড়ে দলীয় কার্যালয়ের উদ্বোধনে এসেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সেখানেই সংক্ষিপ্ত ভাষণে তুমুল আক্রমণ শানিয়ে গেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে।
কী বলেছেন শওকত মোল্লা?
"যুবসামজের হাতে বোমা, গুলি, বন্দুক তুলে দিচ্ছে যাঁরা, তাঁদের ভোট দেওয়া আর জঙ্গিদের ভোট দেওয়া সমান। নওশাদ আমার নামে মানহানির মামলা করেছিল। আমি নাকি জঙ্গি বলেছিলাম। এখন অন ক্যামেরা বলছি, জঙ্গিনায়ক হচ্ছে এই নওশাদ। নওশাদের নেতৃত্বে দেশের জওয়ানদের উপর হামলা চলেছে ভোট গণনার দিন।"
শওকতকে পাল্টা কী জবাব নওশাদের?
সংবাদমাধ্যমে এবিষয়ে শওকত মোল্লাকে পাল্টা জবাবে নওশাদ বলেন, "এরা অবাঞ্ছিত মন্তব্য করে মমতা ব্যানার্জির গুডবুকে থাকতে চাইছে। কে আমার নামে মন্তব্য করছে, যাকে মমতা ব্যানার্জিই 'তুই বোমা বাঁধিস' বলে অ্যাখ্যায়িত করেছিলেন। ন্যাশনাল হিউম্যান রাইটস যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে আজ সে আমার নামে মন্তব্য করছে। শওকত মোল্লার এর আগের মন্তব্যের জন্য আমি ব্যাঙ্কশাল কোর্টের দ্বারস্থ হয়েছি। এবারও যা বলেছেন সেগুলো আদালতে জানাব।"
আরও পড়ুন- আশ্বিনের শুরুতে জমিয়ে ব্যাটিং বর্ষার! আরও তুমুল দুর্যোগ দুয়ারেই? রইল লেটেস্ট আপডেট
উল্লেখ্য, এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রক্তের স্রোত বয়ে গিয়েছিল ভাঙড়ে। দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, গুলিতে মুড়ি-মুড়কির মতো প্রাণ গিয়েছে মানুষের। এমনকী ভোট গণনার দিনেও তুমুল সংঘর্ষ-বোমাবাজি চলে ভাঙড়ে। পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, ইটবৃষ্টির অভিযোগ ওঠে।