Advertisment

'সরকারি দলের বিধায়কের কথায় পুলিশ চলবে, এটা হয় না', ফের বিস্ফোরক তাপস রায়

এবার পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন বরাহনগরের তৃণমূল বিধায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc mla tapas roy criticise wb police

এবার পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন তাপস রায়।

আবারও বিস্ফোরক তাপস রায়। এবার পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন বরাহনগরের তৃণমূল বিধায়ক। 'সরকারি দলের বিধায়কের কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না।' মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দলের অস্বস্তি বাড়ালেন তাপস রায়।

Advertisment

ফের রাজ্যের অস্বস্তি বাড়ালেন তাপস রায়। এর আগেও তাঁর মন্তব্য তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিল। এবার পুলিশের বিরুদ্ধে মুখ খুলে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ালেন তিনি। পুলিশকে সচেতন করতে গিয়ে বরাহনগরের এই বিধায়ক বলেন, ''সরকারি দলের বিধায়কের কথায় পুলিশ চলবে, এটা হতে পারে না। পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে। আইন অনুযায়ী চলুন, কারও কথায় চলবেন না।'' পুলিশকে সচেতনতার পাঠ বর্ষীয়ান তৃণমূল বিধায়কের। এর আগেও তাপস রায়ের মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছিল। এবার পুলিশের বিরুদ্ধে মুখ খুলে শাসকদলের অস্বস্তি আরও বাড়ালেন তিনি।

আরও পড়ুন- কালই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিতে পারে, পুজোর মুখে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিকে, টিটাগড়ের স্কুলে বোমা বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যেই পুলিশকে দুষে সরব হয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিংও। নিজে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেও স্কুলে বোমার মারার ঘটনা নিয়ে পুলিশের সমালোচনা করতে দেখা গিয়েছে দাপুটে এই রাজনীতিবিদকে। টিটাগড়ের ঘটনা নিয়ে সতর্ক করে পুলিশকে আরও বেশি তৎপর হওয়ার পরামর্শ তৃণমূল নেতার।

এদিকে, টিটাগড়ের স্কুলে বোমা ছোঁড়ার ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে শিক্ষা প্রতিষ্ঠানে বোমা ছোঁড়ার ঘটনা নিয়ে আরও বেশি সোচ্চার হওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপিষ। এই ঘটনার এনআইএ তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

TMC MLA West Bengal Police tmc
Advertisment