Advertisment

Lok Sabha Polls 2024: কেন্দ্র না-পসন্দ? প্রচার শিকেয় তুলে ঝোপ-জঙ্গল পরিস্কারেই ব্যস্ত BJP প্রার্থী

Lok Sabha Election 2024: প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী নির্বাচনী প্রচারে কার্যত ঝড় তুলে দিয়েছেন। তবে প্রচারে মন নেই বিজেপি প্রার্থীর। এখনও পর্যন্ত সেভাবে প্রচারে দাগই কেটে উঠতে পারেননি তিনি। যা দেখে তৃণমূল শিবির কটাক্ষে ভরিয়ে দিচ্ছে বিজেপিকে। তৃণমূল প্রার্থী তো তাঁর জয়ের ব্যাপারে আরও বেশি আশাবাদী হয়েছেন বিজেপি প্রার্থীর আবভাব দেখে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Tmc mocks BJP candidate Asim Sarkar campaigning style in Bardhaman Purba

Lok Sabha Polls 2024: দলের কার্যালয়ের পাশে ঝোপ-জঙ্গল পরিস্কারে ব্যস্ত বিজেপি প্রার্থী।

Bardhaman Purba-BJP Asim Sarkar: ভোটের ভরা বাজারেও যেন 'খরা' চলছে বর্ধমান-পূর্বের গেরুয়া শিবিরে। তাই থমকেই রয়েছে BJP প্রার্থী অসীম সরকারের (Asim Sarkar) প্রচার কর্মসূচি। এমন আবহে 'মাইলেজ' কুড়োতে অসীম কোথাও গিয়ে গাইছেন তৃণমূল প্রার্থী ও দলক নিয়ে কটাক্ষে ভরা গান। কোথাও গিয়ে তিনি নিজের হাতে BJP পার্টি অফিসের আশপাশের ঝোপ-জঙ্গল সাফ করছেন।

Advertisment

অষ্টদশ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলাকে 'টার্গেট' করেছে BJP। অমিত শাহ (Amit Shah) বঙ্গে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিলেও নরেন্দ্র মোদী (Narendra Modi) আবার ৪২ আসনেই পদ্ম ফোটানোর বার্তা দিয়েছেন। সেই টার্গেট পূরণের লক্ষ্যে ভোট ঘোষণার পর থেকেই শুভেন্দু ও সুকান্ত-সহ বঙ্গ বিজেপির তাবড় নেতানেত্রীরা গোটা বাংলা চষে বেড়াচ্ছেন। তাঁদের সাথী হয়ে বাংলায় পদ্ম ফোটানোর সংকল্প নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন খোদ মোদীর প্রশংশিত সন্দেশখালির (Sandeshkhali) প্রতিবাদী মুখ রেখা পাত্র (Rekha Patra)।

তবে এত সবের মধ্যেও বর্ধমান-পূর্বের BJP প্রার্থী অসীম সরকারের প্রচার কৌশল BJP কর্মীদেরও কার্যত যেন হতবাক করেছে। তা দেখে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার (Sharmila Sarkar) তাঁর জয়ের ব্যাপারে আরও যেন বেশি প্রত্যয়ী হয়ে উঠেছেন।

তৃণমূল নেতৃত্ব বর্ধমান-পূর্ব (Bardhaman-Purba) লোকসভা আসনে এবার মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিলা সরকারকে প্রার্থী করেছে। কাটোয়ার (Katoa) অগ্রদ্বীপের ভূমিকন্যা শর্মিলা রাজনীতিতে নবাগতা হলেও তাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তাই তাঁকে জয়ী করে দেশের সংসদে পাঠাতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব। তাঁর হয়ে জোড়াফউলের নেতা-মন্ত্রী, বিধায়ক সকলেই এখন জোর প্রচার চালাচ্ছেন।

আরও পড়ুন- Ganges: গঙ্গার ঘাটে মিশমিশে কালো কিলবিল করছিল ওটা কী? কাঁপানো কাণ্ডে তুমুল আতঙ্ক!

সেই সব প্রচার কর্মসূচিতে দলের কর্মী ও সমর্থকদের ভিড়ও উপচে পড়ছে। শর্মিলা সরকার ইতিমধ্যেই বর্ধমান-পূর্ব লোকসভা অধীন সাতটি বিধানসভায় প্রথম রাউণ্ডের প্রচার সেরে ফেলেছেন। এমনকী তাঁকে নিয়ে দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একটি জনসভাও এর মধ্যে করেছেন । এবার শর্মিলা তাঁর দ্বিতীয় রাউণ্ডের প্রচার শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

তৃণমূলের প্রার্থী প্রচারে এতটা এগিয়ে গেলেও BJP-র গায়ক প্রার্থী অসীম সরকার এখনও প্রচারে সেভাবে ঝড়ই তুলতে পারেননি। বরং প্রতিপক্ষ জোড়াফুলের প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে কটাক্ষে ভরা একটা গান বেঁধেছেন তিনি।

আরও পড়ুন- Sayani Ghosh: রোদে পুড়লেও ছাতা নেবেন না সায়নী, মাথায় ঘোমটাতেই কাজ চালাবেন! কেন জানেন?

প্রচারে 'খরা' কাটানোর অনেক আশা নিয়ে গত রবিবার জামালপুরে গিয়েছিলেন অসীম সরকার। কিন্তু সেখানেও দলের কর্মী-সমর্থকদের উৎসাহে প্রবল ভাঁটা দেখে কার্যত হতাশ হয়েছেন প্রার্থী নিজেও। প্রচারের বদলে ব্লকের বিজেপি কার্যালয়ের আসেপাশে থাকা ঝোপ-জঙ্গল পরিস্কার করতে শুরু করেন তিনি। জঙ্গল সাফ করেই ফিরে যান তিনি।

আরও পড়ুন- Sandeshkhali: ‘দ্বিতীয় সন্দেশখালি’ হতে যাচ্ছে বাংলার এই এলাকা? একাংশের TMC নেতার বিরুদ্ধে বিদ্রোহের আগুন!

জামালপুরের (Jamalpur) তৃণমূল বিধায়ক অলোক মাঝি (Alok Majhi) বলেন, “বর্ধমান-পূর্ব লোকসভা আসনে ভোটের ফল কী হবে তা অসীম সরকার এখনই ভালোভাবে বুঝে গিয়েছেন। তাই নিজের পালানোর রাস্তা তৈরি রাখার জন্য তিনি এখন ঝোপ-জঙ্গল সাফ করে রাখছেন।" জেলা তৃণমূলের সভাপতি তথা কাটোয়ার (Katoa) বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Rabindrantah Chatterjee) বলেন, “খবরের কাগজ পড়ে জেনেছি বিজেপি প্রার্থী অসীম সরকার ক্লাস ফোর পাশ। তিনি অশ্লীলতা নিয়েই রাজনীতি করেন। সেটাই তাঁর রাজনীতির অঙ্গ। তাঁর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো।"

tmc bjp East Burdwan burdwan loksabha election 2024 Asim Sarkar
Advertisment