Advertisment

আজ অভিষেকের জন্মদিন, সেলিব্রেশনে তাক লাগানো কর্মসূচি তৃণমূলে

দলের শীর্ষ নেতার জন্মদিনকে আরও রঙিন করে তুলতে একগুচ্ছ পরিকল্পনা তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee,BJP,TMC,Jalpaiguri,INTTUC,District,অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, জেলা

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দলের শীর্ষ নেতার জন্মদিনকে আরও রঙিন করে তুলতে একগুচ্ছ পরিকল্পনা তৃণমূলের। দলের যুব সংগঠনগুলির তরফে আজ দিনভর নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের জম্মদিনটি পালন করা হবে। কোথাও কেক কাটা কোথাও পুজো দেওয়া তো রয়েছেই, এছাড়াও অভিষেকের জন্মদিনে নানা সামাজিক কাজও করবেন তৃণমূলের নেতা-কর্মীরা।

Advertisment

পায়ে পায়ে ৩৫। গতকাল ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। কেউ তাঁদের প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করছেন, তো কেউ আবার তাঁর রাজনৈতিক কেরিয়ার আরও বর্ণময় হওয়ার প্রার্থনা করেছেন। কেউ বা শুধুই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দলের তরফেও আজ নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের জন্মদিনটি সেলিব্রেট করার তৎপরতা নেওয়া হয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে তৃণমূলের নেতা-কর্মীরা অভিষেকের জন্মদিন নানা অনুষ্ঠান-কর্মসূচির মধ্য দিয়ে পালন করবেন। উত্তর কলকাতায় মন্দির, মসজিদ ও গির্জায় অভিষেক বন্দ্যেপাধ্যায়ের মঙ্গল কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়াও সন্ধেয় উত্তর কলকাতার বিধান গার্ডেনে বিশাল মাপের কেক কেটে প্রিয় নেতার জন্মদিন পালন করবে তৃণমূল। এছাড়াও আজ দুপুরে তৃণমূলের যুবরাজের জন্মদিনে শিয়ালদহে অনাথ শিশুদের পাত পেড়ে খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন- ভোট-বৈতরণী পেরোতে মমতার প্রকল্প ‘টুকলি’, হাত-পদ্মকে ধুয়ে দিল জোড়াফুল

অভিষেকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূলের বহু নেতা। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি টুইটে পোস্ট করেছেন। অভিষেককে 'ক্যাপ্টেন' বলে সম্বোধন করেছেন কুণাল ঘোষ।

জেলাগুলিতেও সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের জন্মদিনটি বর্ণাঢ্য আকারে পালন করবেন তৃণমূল নেতারা। মন্দির, মসজিদে অভিষেকের দীর্ঘায়ু কামনায় চলবে পুজো-পাঠ। কোচবিহারে ঠাকুর মদনমোহনের মন্দিরে তৃণমূল সাংসদের মঙ্গল কামনায় আজ পুজোর আয়োজন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এরই পাশাপাশি বাঁকুড়া-সহ বেশ কয়েকটি জেলাতেও দুঃস্থদের শীতবস্ত্র বিলির মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটি পালন করা হবে।

abhishek banerjee Birthday tmc
Advertisment