Abhisek Banerjee-Supreme Court: শনিবার বেনজির শুনানি চলে সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এই শুনানির ফাঁকেই বলতে ওঠেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Singhvi)।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কী অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
মেডিক্যালে ভর্তি সংক্রান্ত মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ ঘিরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তোলপাড় কাণ্ড ঘটে যায়। শেষমেশ সুপ্রিম কোর্ট (Supreme Court) বিষয়টিতে স্বতঃপ্রণোদিত (Suo moto cognizance) হয়ে মামলা দায়ের করেছে। সেই মামলারই শুনানি ছিল শনিবার। হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আজ এই শুনানির ফাঁকেই সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের আইনজীবী অভিষেক মনু সিংভি তাঁর মক্কেলের হয়ে ব্যাট ধরেন। আইনজীবী মারফত শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) বক্তব্য, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (justice abhijit ganguly) তাঁর সব নির্দেশেই কোনও না কোনওভাবে আমার নাম টেনে আনেন। এক্ষেত্রে আমার বক্তব্যও শোনা হোক।"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর মুখ থেকে এমন বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Dhananjaya Y. Chandrachud) জানিয়েছেন আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের বক্তব্য আদালতে জানাতে পারবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নজিরবিহীন কাণ্ড ঘটে যায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের (Justice Soumen Sen) সেনের বিরুদ্ধে গর্জে ওঠেন। এমনকী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের একটি নির্দেশ নিয়েই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শেষমেশ স্বতঃপ্রণোতিত (Suo Moto Cognizance) হয়ে সুপ্রিম কোর্ট বিষয়টিতে মামলা দায়ের করে। শনিবার সেই মামলার শুনানি ছিল। আপাতত মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিনেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে তৃণমূল সাংসদ (TMC MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।