Advertisment

Abhishek Banerjee: সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বিকেলেই ছুটি অভিষেকের

Abhisekh Banerjee is admitted in Hospital: লোকসভা নির্বাচন পর্ব মিটেছে। এরাজ্যে এবারের নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে শাসকদল তৃণমূল। যে সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে হঠাৎই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mp Abhishek Banerjee is admitted in Hospital

Tmc Mp Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee is admitted in Hospital: রবিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতায় ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সূত্রের খবর, তাঁর শরীরে ছোট্ট একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। দিনভর হাসপাতালে থাকার পর দিন বিকেলেই তাঁকে ছুটি দিয়েছেন চিকিৎসকরা। এদিন তাঁর অস্ত্রোপচার হয়েছে কিনা তা স্পষ্ট হয়নি। সেক্ষেত্রে শারীরিক কিছু পরীক্ষাও হতে পারে সাংসদের।

Advertisment

লোকসভা নির্বাচন পর্ব মেটার পরপরই এবার হাসপাতালে ভর্তি হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল সাংসদ। দিন কয়েক আগেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছিলেন, চিকিৎসাজনিত কারণে তিনি সংগঠন থেকে 'ছোট্ট বিরতি' নিচ্ছেন।

এর আগে বার কয়েক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচার হয়েছিল। দেশে তো বটেই এমনকী বিদেশে গিয়েও চোখের চিকিৎসা করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে আমেরিকায় চোখের অস্ত্রোপচার করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Adhir Chowdhury: ভোটে হারলেও হাইকম্যান্ডের আস্থা অধীরেই! ‘বিরাট’ দায়িত্ব পেতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি

তবে এবার আর চোখের চিকিৎসা নয়, সূত্রের খবর সম্ভবত পেটের অস্ত্রোপচারের জন্য কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিকেলেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। আপাতত দিন কয়েক বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি।

আরও পড়ুন- Indian Railways: যাত্রী স্বার্থে আরও এক অভূতপূর্ব ‘উপহার’ রেলের! দুরন্ত তৎপরতার প্রশংসার ঝড়!

abhishek banerjee Hospitalized tmc
Advertisment