Abhishek Banerjee: কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। আগামী রবিবার ২১ জুলাই। তৃণমূলের শহিদ সভার ৪৮ ঘন্টা আগেই শহরে পা রাখলেন দলের শীর্ষ সেনাপতি।
বেশ কিছুদিন ধরেই কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা ছেড়ে কিছুদিন কোথায় ছিলেন অভিষেক? সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের পর পরই X হ্যান্ডলে পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছিলেন এবার কয়েকদিনের জন্য ছুটি নেবেন।
এরপর শহর কলকাতার একটি হাসপাতালে ছোটো অস্ত্রোপচার করিয়েছিলেন তৃণমূল সাংসদ। তারপর বেশ কিছুদিন তিনি ছিলেন কার্যত অজ্ঞাতবাসে। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় তাঁকে। এদিকে, আগামী রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সভা। লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুল সাফল্য পাওয়ার পর এই প্রথম প্রকাশ্য বড় কোনও জনসভা করতে চলেছে শাসকদল তৃণমূল।
আরও পড়ুন- WB Weather Update: ফুঁসছে নিম্নচাপ, বর্ষার ভয়াল রূপ দেখবে দক্ষিণবঙ্গ! তুমুল বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
স্বাভাবিকভাবেই এবারের একুশের সভা অন্যান্যবারের চেয়ে ধারেভারে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। একুশের মঞ্চেই লোকসভা ভোটে দলের অভূতপূর্ব সাফল্যের 'বিজয় উৎসব' আরও রঙিন ঢঙে পালন করা হবে বলে মনে করছেন অনেকে। একুশে জোড়াফুলের মেগা সভার ৪৮ ঘণ্টা আগেই শহরে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- Mamata Banerjee Delhi: মাস্টারপ্ল্যান রেডি! কলকাতায় একুশের সভায় ঝড় তুলে দিন কয়েকেই দিল্লিতে মমতা!